নিউজশর্ট ডেস্ক: নিরাপদ এবং মোটা টাকা রিটার্নের ক্ষেত্রে ভরসাযোগ্য প্রকল্প হিসেবে ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) কথা সবার আগে মাথায় আসে। এবার প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই ফিক্সড ডিপোজিটের সুদের হার আলাদা আলাদা রকমের হয়। তবে ৩৯৯ দিনের বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে ইউনিয়ন ব্যাঙ্ক। একদম কম সময়ে সবথেকে বেশি রিটার্ন দিচ্ছে এই ব্যাংক।
চলুন তাহলে এই ব্যাংক সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। এখানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের সুদের হার(Interest Rate) রয়েছে। এখানে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন সুদের হার প্রদান করা হয়। তবে ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি থাকে। এখানে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদের হার দেওয়া হয়।
আর প্রবীন নাগরিকদের ক্ষেত্রে আরো ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেওয়া হয়। এখানে ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।
অর্থাৎ এই ব্যাংকে যদি আপনি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং সেটি ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে রাখেন। তাহলে কত টাকা রিটার্ন পাবেন? এক্ষেত্রে ৭.২৫ শতাংশ হারে মোট সুদ হবে ১৬,২৭৮ টাকা। মেয়াদ শেষে ২ লক্ষ টাকায় আপনি পাবেন ২,১৬,২৭৮ টাকা।
এছাড়া এই ইউনিয়ন ব্যাংক ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আর ৪৬ থেকে ৯০ দিন মেয়াদের ক্ষেত্রে ৪.০৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। আবার ৯১ দিন থেকে ১২০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৪.৩০ শতাংশ হারে রিটার্ন মিলছে। এছাড়া ১২১ থেকে ১৮০ ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৪.৪০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।