BSNL: রোজ ৩ জিবি ডেটা, ভ্যালিডিটি ৮৪ দিন পর্যন্ত, এই ২ রিচার্জ প্ল্যানে পয়সা বাঁচবে অনেক

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL) নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে। এই প্ল্যানগুলো যেমন অল্প পয়সার হয়ে থাকে, তেমনি দীর্ঘমেয়াদী হয়। বলাই বাহুল্য, জিও এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিত্যনতুন প্ল্যান লঞ্চ করে এই সংস্থা।

আর এবার এমনি দুটো প্রিপেড প্ল্যান নিয়ে আসা হয়েছে। যেগুলোর ভ্যালিডিটি থাকবে ৮৪ দিন পর্যন্ত। চলুন তাহলে এই প্ল্যানগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যান:
এই ৫৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ৩ জিবি করে ডাটা মিলবে। আর এই ডেটা লিমিট শেষ হয়ে যাবার পর ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন পর্যন্ত। এর সাথেই অ্যাস্ট্রোসেল, গেমঅন পরিষেবা, জিঙ্ক এবং পিআরবিটি-এর মতো অতিরিক্ত সুবিধাগুলিও পেয়ে যাবেন।

Jio

আরও পড়ুন: BSNL: এমন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে BSNL, যা কেড়ে নেবে রাতের ঘুম, খরচ হবে মাত্র ২০১ টাকা!

BSNL-এর ৭৬৯ টাকার প্ল্যান:
এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন পর্যন্ত। এখানে প্রতিদিন ২ জিবি করে ডাটা মিলবে। এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০ টি করে এসএমএস পাওয়া যাবে। এর পাশাপাশি বিএসএনএল টিউনস, হার্ডি মোবাইল গেম সার্ভিস, চ্যালেঞ্জ অ্যারেনা মোবাইল গেমিং, লিস্ট মিউজিক সার্ভিস, লোকধুন এবং জিঙ্ক সহ আরো বেশ কিছু গেমিং সার্ভিস পেয়ে যাবেন।

Papiya Paul

X