নিউজ শর্ট ডেস্ক: দেশ জুড়ে বেড়েই চলেছে কালোবাজারি এবং পাচার কাজ। তাই এই পরিস্থিতির মোকাবিলা করতে এবার মোটা পাঁচ টাকার কয়েন (5 Rupees Coin) নিয়ে নতুন নির্দেশিকা জারি করল আরবিআই (RBI) অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। এই নির্দেশিকায় বলা হয়েছে ভারতের বাজারে এই মোটা ৫ টাকার কয়েন আর দেখা যাবে না।
তাছাড়া ইদানিং ভারতের বাজারে ৫টাকার এই পুরনো মোটা কয়েন খুব একটা দেখাও যায় না। আরবিআই-এর নির্দেশ অনুযায়ী আমাদের দেশে আর কিছু দিনের মধ্যেই এই মোটা ৫ টাকার পুরনো কয়েন তৈরি করা বন্ধ করে দেওয়া হবে।
কারণ ইদানিং দেশজুড়ে হু হু করে বাড়ছে এই ৫ টাকার পুরনো মোটা কয়েন পাচার করার কাজ। এই পাচার কাজ আটকানোর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৫ টাকার মোটা কয়েন বন্ধ করার নির্দেশ দিয়েছে।
জানা যাচ্ছে,এই পুরনো ৫ টাকার কয়েন তৈরি হয় একটি বিশেষ ধাতু দিয়ে। সেই ধাতু দিয়েই তৈরি করা হয় সাধারণত দাড়ি কাটার ব্লেড। জানা যাচ্ছে সেই ব্লেড খুব ভালো কোয়ালিটির না হলেও দাড়ি কাটার জন্য খুব ভালো ভাবেই কাজ করে। একটা সময় ভারতের বাজারেও এই ধরনের ব্লেডের বিক্রি ব্যাপক হারে বেড়ে গিয়েছিল।
আরও পড়ুন: ১০০০ বা ২০০০ নয়, এবার মাসে মাসে ৫০০০ টাকা করে দেবে সরকার!
আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছি বহু পাচারকারী। এই মুদ্রায় অতিরিক্ত ধাতু থাকার কারণেই বহু মানুষ অবৈধভাবে এই ৫ টাকার মোটা কয়েন পাচার করছিল। এমনকি অবৈধ ভাবে এই মুদ্রা নেপাল এবং বাংলাদেশেও পাচার করা হচ্ছিল।সেখানেই এই ধরণের ৫ টাকার কয়েন গলিয়ে ধাতু থেকে দাড়ি কাটার ব্লেড তৈরি করা হচ্ছিল।
জানলে অবাক হবেন, একটি ৫ টাকার কয়েন গলিয়ে ১২ টাকার দাড়ি কাটার ব্লেড তৈরি করা হয়। এই ষড়যন্ত্র রুখতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া আগে ৫ টাকার কয়েন তৈরি করতে যে ধাতু ব্যবহার করা হত এখন তা একদম পাল্টে দেওয়া হয়েছে। তাছাড়া পুরো দেশ থেকেই এবার এই ৫ টাকার মোটা কয়েন একেবারে সরিয়ে দিচ্ছে RBI।
পরিবর্তে চালু করা হয়েছে অন্য রঙের ৫ টাকার কয়েন। পুরনো এই ৫ টাকার মোটা কয়েন বন্ধ করতেই নিয়ন্ত্রণে চলে এসেছে পাচার কাজ। এখন সবার কাছে যে ৫ টাকার কয়েন আছে সেটা এখনও ভারতীয় বাজারে বৈধ।