Railway New Rules

Railway New Rules: চালু হচ্ছে রেলের নতুন নিয়ম! না মানলে হতে পারে জেল

নিউজ শর্ট ডেস্ক: সফর দূরের হোক কিংবা কাছের  যাত্রীদের কাছে সবচেয়ে আরামদায়ক গণপরিবহন মাধ্যম হলো ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন ট্রেনে চেপেই দেশের নানা প্রান্তে সফর করে চলেছেন লক্ষ লক্ষ যাত্রী। এই কারণেই ভারতীয় রেলকে আমাদের দেশের লাইফ লাইন আখ্যা দেওয়া হয়।

স্বাধীনতার পূর্বে ইংরেজদের হাত ধরে ভারতীয় রেলের সূচনা হলেও বিগত  কয়েক দশকে আমূল বদলে গিয়েছে ভারতীয় রেলের খোলনলচে। প্রতিনিয়ত যাত্রীদের সফর আরামদায়ক এবং সুবিধাজনক করে তুলতে নিত্যনতুন পরিষেবা আনছে ভারতীয় রেল। ট্রেনে তো কমবেশি সবাই  চড়েন, কিন্তু অনেকেই জানেন না ভারতীয় রেলের এই জরুরি নিয়মগুলি। তবে ভারতীয় রেলে এমন-ও  কিছু নিয়ম রয়েছে যা জানা জন্য অত্যন্ত জরুরী।

ভারতীয় রেলের এই সমস্ত নিয়ম না জানলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় মোটা টাকার জরিমানার পাশাপাশি হয়ে থাকে জেল-ও।  আসুন জানা যাক ভারতীয় রেল সম্পর্কিত এমনই কিছু জরুরি নিয়ম (Important Rules)। সম্প্রতি পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে কড়া বিবৃতি দিয়ে জানানো হয়েছে , যে কোনো স্টেশনের প্লাটফর্মে এই কাজ করলেই জরিমানা সহ হবে জেল।

কি সেই কাজ?

যাত্রী সুরক্ষার কথা ভেবেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওসকার সম্প্রতি জানিয়েছেন স্টেশন চত্বরে যদি কেউ আগুন জ্বালিয়ে কোন খাবার রান্না করেন তাহলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। যদিও রেলের এই নতুন নিয়মে রেল যাত্রীদের কোন সমস্যা হবে না। আসলে এই নির্দেশিকা মূলত রেল স্টেশন চত্বরে থাকা বিভিন্ন দোকান ও হকারদের উপরেই প্রভাব ফেলবে।

আরও পড়ুন: লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? দিন-তারিখ ঘোষণা করল রাজ্য সরকার

প্রসঙ্গত হাওড়া, শিয়ালদা ডিভিশনের বিভিন্ন রেল স্টেশনের প্ল্যাটফর্মে দোকানদারদের আগুন জ্বালিয়ে চপ, সিঙ্গারা, ঘুগনি, চা এমনকি ভাত রান্না করতে  দেখা যায়। কিন্তু এবার থেকে এই ধরনের কাজ করে থাকলে রেল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। তবে রেলের তরফ থেকে জারি করা এই নিয়ম সমস্ত দোকানদারদের ক্ষেত্রেই কার্যকর। পাশাপাশি কোনো যাত্রী যদি প্ল্যাটফর্ম অথবা ষ্টেশনে এই  কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করা হবে।

Papiya Paul

X