Travel

Travel: একবার গেলে আর ফিরতে মন চাইবে না! পোস্ট কার্ডের মতোই সুন্দর এই সাউথের এই ৯ হিল স্টেশন

নিউজ শর্ট ডেস্ক: ঠিক যেন জল রঙ তুলিতে সাজানো পোস্ট কার্ডের মতো। ছবির মতো সুন্দর দক্ষিণ ভারতের এই হিল স্টেশনগুলি।

কুন্নুর, তামিলনাড়ু:

Travel

ল্যাম্ব রক থেকে ট্রেকিং, চা-বাগান ঘুরে দেখা, দুর্দান্ত জলপ্রপাত চাক্ষুষ দর্শন করা। ভ্রমণের জন্য কুনুর থেকে উটি পর্যন্ত লোভনীয় নীলগিরি রেলপথে যাওয়া যেতে পারে।

থেক্কাডি কেরালা:

Travel.ভ্রমণ,পাহাড়ি জায়গা,Hill Station,দক্ষিণ ভারত,South India,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

এই বিখ্যাত হিল স্টেশনের দর্শনীয় স্থান গুলির মধ্যে অন্যতম হল মশলা বাগান, পেরিয়ার টাইগার রিজার্ভের স্পট টাইগার এবং কাদাথানাদান কালারি সেন্টারের কালারিপায়াত্তু।

কোডাইকান্নাল, তামিলনাড়ু:

Travel

মনোরম সুন্দর এই হিল স্টেশনে কোকারস ওয়াকের সাথেই রয়েছে সাউন্টার, সহ বোটানিক্যাল বাইরান্ট পার্ক। এছাড়াও শ্রদ্ধা জানানোর জন্যই যাওয়া যেতে পারে এখানকার কুরিঞ্জি আন্দাভার মন্দিরে।

আরও পড়ুন: কসৌল-মানালী তো সব্বাই যান! এবার ঘুরে আসুন হিমাচল প্রদেশের এই মনোরম জায়গায়

ভাগামন, কেরালা:

Travel.ভ্রমণ,পাহাড়ি জায়গা,Hill Station,দক্ষিণ ভারত,South India,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

অবসর সময়ে ভাগামন পাইন বনে হাঁটার অনুভূতিটাই আলাদা। এখানে প্যারাগ্লাইডিং থেকে উলিপুনি বণ্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে দিয়ে ট্রেকিং করারও বিশেষ ব্যবস্থা আছ। সব মিলিয়ে অ্যাডভেঞ্চার প্রেমিদের জন্য একেবারে আদর্শ।

আরাকু ভ্যালি অন্ধপ্রদেশ:

Travel.ভ্রমণ,পাহাড়ি জায়গা,Hill Station,দক্ষিণ ভারত,South India,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

অনন্তগিরি এবং ডুমব্রিগুডা জলপ্রপাত আর সাথে ঘুরে দেখুন বোরা গুহা। সেইসাথে ঘুরে দেখুন এই মনোরম পাহাড়ি স্টেশনের আরাকু ট্রাইবাল মিউজিয়াম।

মুন্নার কেরালা:

Travel.ভ্রমণ,পাহাড়ি জায়গা,Hill Station,দক্ষিণ ভারত,South India,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

দক্ষিণ ভারতের মনোরম হিল স্টেশন হল মুন্নার। এখানকার সারি সারি  চা বাগান আর ইরাভিকুলাম ন্যাশনাল পার্কের বনজঙ্গলের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ। কেরালার  রাজ্যের পশ্চিমঘাট পর্বতে  অবস্থিত মুন্নারের বেশ কয়েকটি জলপ্রপাতসহ ঘূর্ণায়মান পাহাড়ে একবার গেলে মন চাইবে না ফিরতে।

ইয়ারকাড, তামিলনাড়ু:

Travel.ভ্রমণ,পাহাড়ি জায়গা,Hill Station,দক্ষিণ ভারত,South India,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

তামিলনাড়ুর ইয়ারকাড একটি অলরাউন্ডার হিল স্টেশন। ইয়ারকাড লেকে পিকনিক, শেভারয় মন্দিরে অধ্যাত্মিক মুহূর্ত, সিল্ক ফার্ম এবং এখানকার শ্বাসরুদ্ধকর দৃশ্য মনের সব ক্লান্তি দূর করে দেয়।

কুর্গ (কোডাগু), কর্ণাটক:

Travel.ভ্রমণ,পাহাড়ি জায়গা,Hill Station,দক্ষিণ ভারত,South India,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

কর্ণাটকের কুয়াশাচ্ছন্ন  এবং মন্ত্রমুগ্ধকর কুর্গ গেলে এক নজরেই প্রেমে পড়ে যাবেন যে কেউ। দক্ষিণ ভারতের এই জনপ্রিয় কফি উৎপাদনকারী এই  হিল স্টেশনটি তার সুন্দর সবুজ পাহাড় এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত স্রোতের জন্যও বিখ্যাত। এখানকার নামড্রলিং মনাস্ট্রি, দুবারে এলিফ্যান্ট ক্যাম্প দর্শনীয় স্টেষন গুলির মধ্যে অন্যতম। এই জায়গাটি ট্রেকিংয়ের জন্যও এককথায় আদর্শ।

উটি (উদগামণ্ডলম):

Travel.ভ্রমণ,পাহাড়ি জায়গা,Hill Station,দক্ষিণ ভারত,South India,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

পাহাড়প্রেমীদের কাছে  পাহাড়ের রানী নামে পরিচিত উটি। যা একসময় উদগামণ্ডলম নামেও পরিচিত ছিল। দক্ষিণ ভারতের এই পাহাড়ি স্টেশনটি খুবই  জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। উটি লেক,ডোড্ডাবেট্টা পিক,চা বাগান এবং আরও অনেক কিছুই সুন্দরী উটির আকর্ষণের মূল কেন্দবিন্দু।

Avatar

anita

X