তাজমহল,Taj Mahal,অজানা রহস্য,Unknown Secret,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Taj Mahal: কি আছে তাজমহলের নীচে? চমকে দেবে এই অবাক করা তথ্য

নিউজ শর্ট ডেস্ক: দিল্লির আগ্রা (Agra) শহরে বছরের বছর ধরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব বিখ্যাত স্মৃতি সৌধ তাজমহল (Taj Mahal)। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহল। যা আজও বছরের পর বছর ধরে ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। প্রত্যেক বছর তাজমহল ঘুরতে আসেন হাজার হাজার দেশ-বিদেশী পর্যটক। তবে তাজমহল ঘুরতে গেলে সবার প্রথমেই জানতে মন চায় ঠিক কী রয়েছে তাজমহলের নীচে?

আসলে তাজমহল ঘিরে পর্যটকদের কৌতূহল বরাবরই একটু বেশিই থাকে। নির্দিষ্ট কোনো মাসে নয় ফেব্রুয়ারি মাসেই বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক আগ্রায় আসেন প্রেমের এই সৌধটি দেখতে৷ আগ্রায় এসে তাজমহলে সৌন্দর্য্যই শুধু নয়, তাজমহলের ভিতরে লুকিয়ে থাকা রহস্যগুলিও জানার চেষ্টা করেন৷

তাজ মহলের নীচের  বেসমেন্টেও লুকিয়ে রয়েছে এমনই এক রহস্য। সেই অজানা রহস্য উদ্ঘাটন করতেই প্রতি বছর ভিড় জমান হাজার হাজার পর্যটক। আসলে মুঘল সম্রাট শাহজাহান এবং তাঁর স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যেই প্রত্যেক বছর ভালোবাসার মাস অর্থাৎ ফ্রেব্রুয়ারি মাসেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাজমহল,Taj Mahal,অজানা রহস্য,Unknown Secret,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই সময়েই খুলে যায় তাজমহলের রহস্যময় বেসমেন্ট। জানা যায় তাজমহলের নীচেই রয়েছে মুঘল সম্রাট শাহজাহান এবং তাঁর স্ত্রী,মমতাজের  আসল সমাধি। যা পর্যটকদের দেখার সুযোগ করে দেওয়া হয়।

আরও পড়ুন: অনুদানের টাকা গুনতে না পেরে SBI-র শরণাপন্ন রামমন্দির! অনুদানের পরিমাণ চমকে দেবে

তাজমহল,Taj Mahal,অজানা রহস্য,Unknown Secret,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই সমাধি দুটি চাদরে ঢেকে দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসের বিশেষ সময়, এই বেসমেন্টে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়৷ নিয়ম অনুযায়ী এই মাসে প্রত্যেকদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত পর্যটকরা তাজমহলে বিনামূল্যে প্রবেশ করতে পারেন।

Avatar

anita

X