নিউজশর্ট ডেস্ক: বাংলার মানুষদের কাছে পাহাড় বলতে সবার আগেই নাম চলে আসে দার্জিলিং। যদিও এখন দার্জিলিং ছাড়াও কালিম্পং, কার্শিয়াং, মিরিক, গ্যাংটক প্রভৃতি জায়গাও পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই জায়গাগুলো(Travel) ছাড়াও এমন কিছু অফবিট লোকেশন রয়েছে যেগুলো সম্পর্কে এখনো বহু মানুষ জানে না। এই জায়গাগুলোতে দু-তিন দিনের জন্য ঘোরার ক্ষেত্রে একেবারেই পারফেক্ট। আজকের এই প্রতিবেদনে এমনই কিছু অফবিট লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। যে জায়গাগুলোতে একবার গেলে ফিরে আসতে মন চাইবে না।
১) ইয়েলবং: একেবারেই অফবিট ডেস্টিনেশন এটি। যদিও এখন ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে বলে আগের চেয়ে বেশি লোক এখানে ভিড় করছেন। তবে জায়গাটি একেবারেই নিরিবিলি। এই ছোট্ট গ্রামের পাহাড়ে সৌন্দর্য দেখলে মন ভরে যাবে আপনার। এখানে হোমস্টের ব্যবস্থা রয়েছে। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এখানে বেড়ানোর জন্য সেরা সময়। এই জায়গাটির নিকটবর্তী রেলস্টেশন হল নিউ মাল জংশন। শিলিগুড়ি থেকে গাড়িতেও এই জায়গাতে যাওয়া যায়।
২) দারাগাঁও: একেবারে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম এই জায়গা। এই অঞ্চল মন জিতে নেবে আপনার। এখানে হোমস্টের জানলা খুললে একদিকে যেমন দেখতে পাবেন তিস্তা নদী তেমনি অন্যদিকে রয়েছে ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা। একেবারে স্বর্গের মত উপলব্ধি হবে আপনার। এই জায়গাটি একেবারেই ছবির মত সুন্দর। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে যদি যান তাহলে এখানে গাছ ভর্তি কমলালেবু দেখার সুযোগ পাবেন। শিলিগুড়ি কিংবা কালিম্পং থেকে এই জায়গা খুব সহজেই চলে যাওয়া যায়।
আরও পড়ুন: Travel: পর্যটকদের ঝক্কির দিন শেষ! এবার এক ট্রেনেই সোজা সিকিম
৩) মঝুউলে: এটাও একটা অফবিট পাহাড়ি গ্রাম। এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে জীবনেও ভুলতে পারবেন না। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকগামী গাড়িতে এই মঝউলে যাওয়া যায়।
q1Aqaq
৪) ভালুকহোপ: এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। কালিম্পং-এর কাছে অত্যন্ত নির্জন এক পাহাড়ি গ্রাম। বছরের যে কোন সময় এই জায়গায় ঘুরতে যেতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে কালিম্পংকে পৌঁছে সেখান থেকে আবার ভালুকহোপ যেতে পারেন।
৫) তেনরাবিং: কালিম্পং এর আরো একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এই তেনরাবং। বহু মানুষ এই জায়গাটিকে রহস্য ঘেরা বলে মনে করে থাকে। এখানে হোমস্টের ব্যবস্থা রয়েছে। কালিম্পং থেকে গাড়ি করে খুব সহজে তেনরাবং পৌঁছানো যায়।