নিউজশর্ট ডেস্কঃ পোস্ট অফিসের(Post Office) তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যনতুন পরিষেবা নিয়ে আসা হচ্ছে। যার মধ্যে অন্যতম পরিষেবা হলো পার্সেল বুকিং। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় ডেলিভারি ভ্যানের মাধ্যমে এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। আর এবার শহরতলি থেকে শিলিগুড়িতে প্রথমবার এই পরিষেবা চালু হলো।
এবার থেকে কোন ব্যক্তি যদি পার্সেল পাঠাতে চান। তাহলে সেক্ষেত্রে তিনি ডাকঘরে না গিয়েও এলাকার ডেলিভারি ভ্যানে তার পার্সেল তুলে দিতে পারেন। পোস্ট অফিসের কর্মকর্তারা জানিয়েছেন যে এখন থেকে হেল্পলাইন নম্বরে ফোন করে পার্সেল বুক করা যাবে। সেক্ষেত্রে গ্রাহকেরা যে ঠিকানা দেবেন সেখানে ডাক বিভাগের কর্মীরা গিয়ে হাজির হবেন।
বাড়ি থেকে এসে পার্সেল সংগ্রহ করে পরিষেবার জন্য দাম নেওয়া হবে সেখানেই। এক্ষেত্রে স্পিড পোস্ট পার্সেল এবং রেজিস্টার্ড পোস্ট পার্সেল পর্যন্ত এই পদ্ধতিতে বুক করা যাবে। এই পরিষেবা শুধুমাত্র শিলিগুড়ি বা শহরতলী নয়, রাজ্যের সর্বত্র এই পরিষেবা চালু হচ্ছে, এক্ষেত্রে ডাক বিভাগের সিকিমের পোস্ট মাস্টার জেনারেল অখিলেশ কুমার পান্ডে বলেছেন যে তাদের পার্সেল হেল্পলাইন নম্বর ৯৪৩৩১৬৫০৫০।
আরও পড়ুন: Post Office: পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই বাজিমাত, মাসে মাসে হবে নিশ্চিত আয়
এখানে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ১২ ঘন্টা সময়ের মধ্যে যে কেউ রাজ্যের যে কোন প্রান্ত থেকে পার্সেল বুক করতে পারবেন। এখানে গ্রাহকেরা যে ঠিকানা দেবেন সেখানেই নিকটবর্তী ডাকঘরের কর্মী গিয়ে পার্সেলটি নিয়ে আসবেন। তবে এই পরিষেবা ছাড়াও ডাক পরিষেবাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য চালু হয়েছে প্যাকিং। এছাড়া চালু হয়েছে ডোর টু ডোর পরিষেবা।