Mutual Fund: কোন ৫ শহরের মানুষ বেশি ইনভেস্ট করছেন Mutual Fund-এ? কলকাতা কত নম্বরে? উত্তর চমকে দেবে

নিউজশর্ট ডেস্কঃ এখন বিনিয়োগের(Investment) ক্ষেত্রে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট কিংবা ফিক্সড অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ নয়। মোটা টাকা রিটার্নের আশায় বহু মানুষ শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং এসআইপিতে অর্থ বিনিয়োগ করেন। এগুলোতে ঝুঁকি আছে ঠিকই। কিন্তু মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। বিনিয়োগকারীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি বিনিয়োগ স্কিম এই মিউচুয়াল ফান্ড(Mutual Fund)।

বিগত কয়েক বছর ধরে তরুণ যুবক-যুবতীরাও এই মিউচুয়াল ফান্ডের দিকে বেশি ঝুঁকেছেন। মধ্যবিত্ত বিনিয়োগকারীরাও মিউচুয়াল ভান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে আজকে আপনাদেরকে জানাবো কোন শহরের মানুষ সবথেকে বেশি মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করছেন? সাম্প্রতিক কালের সমীক্ষায় সেই রিপোর্ট সামনে এসেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশের একাধিক শহরে এই সমীক্ষা চালানো হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিকে সবথেকে উপরে রয়েছে মুম্বাই। এই শহরের প্রায় ২৭.২৪ শতাংশ মানুষ মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করছেন। আর এরপরেই দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে দিল্লির। এখানের ১২.৬১ শতাংশ মানুষ মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন।

SIP Vs Lumpsum

আরও পড়ুন: SIP: লোভে পড়ে শুধু বিনিয়োগ নয়, কখন একটি SIP বন্ধ করা উচিত? না জানলে ডুবে যাবে সব টাকা!

তৃতীয় স্থানে জায়গা করেছে ব্যাঙ্গালোর। এই শহরের ৫.৪৩ শতাংশ মানুষ মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন। চতুর্থ স্থানে রয়েছে পুনে। এখানকার ৩.৯৬ শতাংশ মানুষ মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন। আর পঞ্চম স্থানে জায়গা হয়েছে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। এই শহরের ৩.৬৭ শতাংশ মানুষ মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেছেন। পরিসংখ্যান বলছে মিউচুয়াল ফান্ডের সবথেকে বেশি অর্থ বিনিয়োগ করছেন দেশের যুবকেরা।

বিগত পাঁচ বছরে এই সংখ্যা আরো অনেক বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে বাজারে অনিশ্চয়তার সময়ও মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ সেরা। শুধুমাত্র পুরুষেরা যে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করছেন এমন নয়। বিপুল সংখ্যক মহিলা ও মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করছেন। ২০২৩ সালের পরিসংখ্যান বলছেন মোট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের মধ্যে প্রায় ৩০ শতাংশ মহিলা রয়েছে। যাদের বয়স ২৭ থেকে ৪২ বছরের মধ্যে। সমীক্ষাতে এটাও জানা গিয়েছে গত পাঁচ বছরে ১.৫৪ কোটি নতুন এসআইপি চালু হয়েছে।

Papiya Paul

X