নিউজ শর্ট ডেস্ক: শুনতে অবাক লাগলেও সত্যিই কিন্তু লোন (Loan) নিয়েও বড়লোক (Rich) হওয়া যায়। আর একথা প্রমাণ করেছেন পৃথিবীর বিখ্যাত বিনিয়োগকারী রবার্ট কিওসাকি। তাই লোন নিয়েও কিন্তু কোটিপতি হওয়া যায়। তবে তা নির্ভর করে লোনের টাকা কে কিভাবে পরিচালনা করছেন তার ওপর।
লোনের টাকা খরচের প্রকারভেদ
ব্যাংক হোক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো জায়গা থেকে লোন নেওয়া হলে সেই টাকা কে কিভাবে পরিচালনা করবেন তা প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমত, লোনের টাকা থেকে নিজের আর্থিক সমস্যার সমাধান কিংবা পছন্দের গাড়ি মোবাইল কিনতে পারেন দ্বিতীয়ত কেউ কেউ লোনের টাকা বিনিয়োগের কাজেও ব্যয় করতে পারেন।
এক্ষেত্রে জানিয়ে রাখি, লোনের টাকা খরচ করলে কিন্তু কেউ কোনোদিন বড়লোক হতে পারবেন না। সেক্ষেত্রে উল্টে তিনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন । কিন্তু কেউ যদি লোনের টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন তাহলে তিনি নিশ্চিত বড়লোক হতে পারবেন।
লোনের টাকা দিয়ে বড়লোক হওয়া সম্ভব?
কেউ যদি শখ পূরণের জন্য যেমন নতুন বাড়ি-গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে পরবর্তীকালে সেই লোন শোধ করার জন্য আপনার জমানো টাকায় হাত দিতে হবে। এমনকি লোনের টাকা শোধ করতে আরও লোন নিতে হতে পারে।
আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই বাজিমাত, মাসে মাসে হবে নিশ্চিত আয়
এই কারণে অনেকেই লোন নেওয়া থেকে শতহস্ত দূরে থাকেন। কিন্তু কেউ যদি পৃথিবী বিখ্যাত বিনিয়োগকারী রবার্ট কিওসাকি- র দেখানো পথ অনুসরণ করে ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোনের টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন তাহলে সেই টাকা থেকে সহজেই তিনি বড়লোক হতে পারবেন।
লোন নিয়ে ধনী হওয়ার পদ্ধতি
পৃথিবী বিখ্যাত উদ্যোগপতি রবার্ট কিওসাকি জানিয়েছেন নগদ টাকা বাড়িতে বা ব্যাংকের সেভিংস একাউন্টে সঞ্চয় করা বোকামির কাজ। কারণ দিনের পর দিন জিনিসের দাম বাড়লেও আপনার টাকা কিন্তু একই থেকে যাচ্ছে অর্থাৎ আপনার টাকার ভ্যালু কমে যাচ্ছে। সহজ হিসাবে আজ থেকে দশ বছর আগে ১০০ টাকার ভ্যালু আর বর্তমানে, ১০০ টাকা ভ্যালু কিন্তু অনেক আলাদা।
তাই টাকা বাড়িতে না রেখে টাকা অবশ্যই বিনিয়োগ করা উচিত। এক্ষেত্রে কেউ চাইলে সোনা-রূপো কিংবা শহরাঞ্চলে জায়গা কিনে রাখতে পারেন। পরে সেই বাড়ি ভাড়ায় দিয়ে সেই ভাড়ার টাকা দিয়েও ধীরে ধীরে লোনের টাকা এবং লোনের সুদের টাকা শোধ করা যাবে। এমনাকি পরবর্তীকালে কেউ সেই বাড়ি বিক্রি করে এককালীন মোটা টাকাও হাতে আসবে।