Cooler

Cooler: লাগবে না AC, মাত্র ৪০০ টাকায় বাড়ি নিয়ে আসুন এই কুলার, হাঁসফাঁস গরমে মিলবে শান্তি

নিউজ শর্ট ডেস্ক: সামনেই আসছে গরম কাল (Summer)। ইতিমধ্যেই রাজ্য বাসীকে সতর্ক করতেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এবছর রেকর্ড গরম পড়তে চলেছে বাংলায়। মার্চ মাস পড়তে না পড়তেই এমন সতর্ক মিলতেই এসি’র ধুলো ঝাড়তে শুরু করেছেন অনেকে।

কিন্তু সবার বাড়ি বাড়ি তো আর এসি নেই। আর এক্ষেত্রে মূল বাঁধা হয়ে দাঁড়ায় বাজেট। তাই টাকার কথা ভেবেই অনেকে এসি পরিবর্তে কুলার (Cooler) বেশি পছন্দ করেন। তাই এই গরমে যদি কেউ নতুন কুলার কিনতে চান তাহলে এটিই সেরা সময় হতে চলেছে। আজ আমরা আপনাদের এমন কয়েকটি কুলার সম্পর্কে জানাবো যেগুলি এখন বাজারে ব্যাপক ট্রেন্ডিং  এবং এগুলি কেনো এখন অনেক সহজ গিয়েছে।

নাটস কুলার :

কম দামি,Budget Friendly,কুলার,Cooler,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এটি এমনই একটি কমপ্যাক্ট কুলার, যা  কাজ করার সময়েও ডেস্কে ফিট করা যাবে। এটিকে কুলার বলা হয় কারণ এর সাথে একটি জলের ট্যাঙ্কও দেওয়া হয়। এই জলের ট্যাঙ্কে জল ভরার পর এটি চালু করলে এর থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই কুলারটি কিনতে খরচ হবে মাত্র ৩৯৯ টাকা।

JAIN কুলিং ফ্যান:

এটিও একটি পোর্টেবেল  কুলার। গ্রাহকদের কাছেও এটি ব্যাপক জনপ্রিয়। এই কুলারটিও অনলাইনে ঘরে বসে অর্ডার করা যাবে। এই কুলারটি ব্যাপক হরে বিক্রি করা হয়েছে। এর বিশেষত্ব হল এটি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।

রাপ্টাস কুলার:

কম দামি,Budget Friendly,কুলার,Cooler,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এমনই একটি ট্রেন্ডিং কুলার হল রাপ্টাস কুলার। গরমকালে এই কুলারটিও অনেক সময় স্টক আউট হয়ে যায়। তাই প্রচন্ড  গরম পড়ার আগেই কেউ চাইলে বাড়ি বসেই এটি অনলাইনেও অর্ডার করতে পারেন। এতে অনেক নতুন ফিচারও আছে। তাই গরমের হাত থেকে বাঁচতে এই কুলার কিনে ফেলতে পারলেই মিলবে অনেক শান্তি। এখন এই কুলারের দাম মাত্র ১,২৮৯ টাকা।

Avatar

anita

X