নিউজ শর্ট ডেস্ক: সামনেই আসছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর ভোটের দামামা বাজতেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য এক দারুন উপহার নিয়ে হাজির কেন্দ্রের মোদি সরকার। এবার কেন্দ্রীয় সরকারের নিচু ও মাঝারি পর্যায়ের কর্মীদের বসবাসের জন্য আরও বড় বাড়ি বা আবাসন দেওয়ার কথা ঘোষণা করা হল।
এখানে বলে রাখি আগে তাঁদের জন্য ৮% আবাসন এলাকা বরাদ্দ ছিল, যা এবার একধাপে বাড়িয়ে ১৯% করে দেওয়া হয়েছে। ১১ বছর আগে শেষ বার মাঝারি ও নিচু তলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবাস এলাকার আয়তন বাড়ানো হয়েছিল।
কিন্তু প্রশ্ন হল কারা উপকৃত হবেন মোদি সরকারের এই সিদ্ধান্তে? জানা যাচ্ছে মূলত গ্রুপ- বি, সি ও ডি গ্রেডের কেন্দ্রীয় সরকারি কর্মীরা উপকৃত হবেন বলে জানা গিয়েছে। তবে উচ্চপর্যায়ের কেন্দ্রীয় সরকারি কর্মী অর্থাৎ যুগ্ম সচিব, ডিরেক্টর, কমিশনার-দের বাসভূমির আয়তন আলাদা করে বাড়ানো হয়নি।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তম পে কমিশন চালু হওয়ার পর নিচুতলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জীবনে আর্থিক স্বচ্ছলতা এসেছে। কেন্দ্রীয় সরকারি দফতরে যিনি পিয়নের কাজ করেন তাঁর বাড়িতেও এখন এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মিক্সার ইত্যাদি সমস্ত ধরণের বৈদ্যুতিন যন্ত্রপাতি থাকে।
আরও পড়ুন: ১০ লাখ টাকায় রিটার্ন পান ২১ লাখ, এই ইনভেস্টমেন্ট স্কিমের সুবিধা শুনলে আনন্দে লাফাবেন
কিন্তু এত জিনিস ছোট ঘরে রাখা মুশকিল হয়ে যায়। তাই ভালভাবে বসবাস করার অধিকার থেকেই সরকারের পক্ষ থেকে তাঁদের জন্য দেওয়া বাসস্থানের আয়তন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে বলে রাখি বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা কোয়াটার বা আবাসনের আয়তন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন।
অবশেষে তা বাস্তবায়িত হওয়ায় খুশি সকলেই। তবে এখানেই শেষ ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও একটা সুখবর পেতে চলেছেন। মনে করা হচ্ছে আরও এক দফা মহার্ঘ্য ভাতা অর্থাৎ DA ঘোষণা করতে পারে কেন্দ্র। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হতে পারে।