নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে বিনোদনের সেরা মাধ্যম গুলির মধ্যে অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)। এই ওটিটি-র হাত ধরেই সিনেমার মতোই সমান জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ গুলিও। এই মুহূর্তে ভারতের শীর্ষস্থানীয় OTT প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম হল Netflix, Amazon Prime Video, Jio Cinema এবং Disney+ Hotstar।
বিশেষ করে করোনা কালে লকডাউনের সময় থেকেই বাড়ি বসে সিনেমা আর ওয়েব সিরিজ দেখার জন্য দর্শকরা এইসমস্ত OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়ে রাখেন। কিন্তু সেক্ষেত্রেঅনেক সময় আলাদা করেও টাকা দিতে হয়। তবে এবার Vodafone Idea এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যাতে রিচার্জ করলেই বিনামূল্যে পেয়ে যাবেন Disney + Hotstar এর সাবস্ক্রিপশন।
জানা যাচ্ছে এবার মাত্র ১৫৫ টাকার প্ল্যানেই Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন দিচ্ছে ভোডাফোন আইডিয়। তবে এই সাবস্ক্রিপশন পাওয়ার জন্য শুধুই যে Vodafone Idea-র সিম থাকতে হবে, তা নয়। Airtel ও Jio-র মতো কোম্পানিগুলিও এই ধরনের অফার দিয়ে থাকে। তবে সেক্ষেত্রে টাকার অঙ্কটা বেশি।
Vi-এর ১৫৫ টাকার প্ল্যান:
Vodafone Idea-এর ১৫৫টাকার প্ল্যানের ভ্যালিডিটি থাকে ৩০ দিন। এই প্ল্যানে ৩ মাসের জন্য 8GB ডেটার সাথেই বিনামূল্যে পাওয়া যাবে Disney + Hotstar-এর সাবস্ক্রিপশন। তবে এখানে বলে রাখি এটি শুধুমাত্র একটি অ্যাড অন প্ল্যান, এতে আলাদা কোনও পরিষেবা পাওয়া যায় না।
আরও পড়ুন: কোটিপতি হওয়ার সহজ মন্ত্র! এবার এইভাবে লোন নিয়েও আপনি হতে পারেন বড়লোক
Airtel-এর ৮৩৯ টাকার প্ল্যান:
অন্যদিকে Airtel-দিচ্ছে ৮৩৯ টাকার একটি রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটার সাথেই পাওয়া যাবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানে 5G ডেটার সাথেই প্রতিদিন ১০০ টি SMS পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে ৩ মাসের জন্য বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Jio-এর ৩২৮ টাকার প্ল্যান:
এছাড়াও রয়েছে Jio-এর ৩২৮ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের বৈধতা ২৮দিন। এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। এক্ষেত্রে ৩ মাসের জন্য বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।