Mutual Fund

Mutual Fund: লক্ষ লক্ষ টাকা কামাতে চান? এই ৩ টি মিউচুয়াল ফান্ড আপনাকে দিতে পারে সেই সুযোগ!

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে বহু মানুষ মোটা টাকা লাভের আশায় শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা থাকলেও মোটা টাকা রিটার্ন আসে। এছাড়া মিউচুয়াল ফান্ড(Mutual Fund) বিনিয়োগ করার জন্য এখন দারুন এক বিকল্প হয়েছে। এমনকি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শেয়ার বাজারের তুলনাতে অনেক কম ঝুঁকিপূর্ণ থাকে এবং যে কোন ব্যাংকের তুলনায় অনেক বেশি রিটার্ন পাওয়া যায়।

আজকের এই প্রতিবেদনে এমনই তিনটি জনপ্রিয় মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদেরকে জানাবো। যা বিনিয়োগকারীদের টাকা আরও ১০ গুন বৃদ্ধি করেছে। অনেক মানুষই আছেন যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে ভয় পান। কিন্তু মোটা টাকা রিটার্নের ইচ্ছে তাদের মধ্যে আছে সেক্ষেত্রে তারা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন।

১) Nippon India Small Cap Fund:  এই নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড মূলত স্মল ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে। আপনি যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন। তাহলে এই ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন। বিগত ১০ বছর ধরে এই ফান্ড বিনিয়োগকারীদের ১২০৫.২৯ শতাংশের বাম্পার রিটার্ন দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বিনিয়োগকারীদের টাকা ১০ বছরে ১৩ গুণেরও বেশি বেড়ে গিয়েছে। আপনি এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে বারবার মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ কিন্তু ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: Mutual Fund: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে এই ৬ টি ভুল করবেন না, ডুবে যাবে আপনার কষ্টের টাকা

২) SBI Small Cap Fund:  এটি ভারতের বৃহত্তম মিউচুয়াল ফান্ড হাউস গুলোর মধ্যে একটি অন্যতম নাম। এটিও স্মল ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে। বিগত ১০ বছর ধরে এই ফান্ডে বিনিয়োগকারীদের অর্থ ১১০৮.১২ শতাংশের রিটার্ন দিয়েছে। যেহেতু এর মধ্যে উচ্চ রিটার্ন সম্ভাবনা আছে। তাই এখানে ঝুঁকির ও সম্ভাবনা প্রবল।

৩) Quant ELSS Tax Saver Fund:  এটি হলো ইকুইটি লিংকড সেভিংস স্কিম। এখানে আয়কর আইনের ধারা ৮০ সি এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিগত ১০ বছরে বিনিয়োগকারীদের ১০২৯.৮৫ শতাংশের বাম্পার রিটার্ন দিয়েছে।

Mutual Fund

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা হয়েছে। এই প্রতিবেদন কোনোভাবেই আপনাকে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে না। বিনিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে আপনি অবশ্যই অর্থ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে তারপরে বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে নিউজশর্ট কোনোভাবেই দায়ী থাকবে না।

Papiya Paul

X