Vande Bharat Express

Vande Bharat Express: এবার বাংলায় চলবে গেরুয়া বন্দে ভারত! কোন রুট দিয়ে চলবে এই স্পেশ্যাল ট্রেন?

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফলাইন। প্রতিদিন এই ট্রেনে চেপেই দূরদূরান্তে সফর করে থাকেন লক্ষ লক্ষ যাত্রী। কাশ্মীর থেকে কন্যাকুমারী এই মুহূর্তে দেশের প্রতিটি প্রান্তে শিরা-ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় এই রেল নেটওয়ার্ক। তাই ভারতীয় রেলকে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক বলা হয়ে থাকে।

আমাদের দেশে ট্রেনের মত এমন সস্তা এবং আরামদায়ক পরিষেবা আর কোথাও পাওয়া যায় না। তাই কাছে দূরে যেকোনো গন্তব্য স্থলের যাত্রীরাই চোখ বুজে ভরসা করে থাকেন এই ভারতীয় রেল নেটওয়ার্কের উপর। প্রতিনিয়ত যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ পরিষেবা দেওয়ার জন্য নিত্য নতুন পরিষেবা এনেই চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

যার মধ্যে অন্যতম হলো ভারতের সুপার ফাস্ট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ২০১৯ সালে প্রথম চালু হয় এই ট্রেনটি। এই ট্রেনের মাধ্যমে যাত্রীদের সফর আরো বেশি আরামদায়ক এবং সুবিধাজনক হয়ে উঠেছে। তাই সময়ের সাথে সাথে ভারতে হু-হু করে বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা। আমাদের দেশের যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই ভারতীয় রেলও দেশজুড়ে সংখ্যা বাড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের।

ভারতীয় রেল,Indian Railways,দূরপাল্লার ট্রেন,Express Train,বন্দে ভারত এক্সপ্রেস,Vande Bharat Express,নতুন রেক,New Rake,গেরুয়া,Orange,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেসের মত প্রিমিয়াম ট্রেন পেয়ে দারুন খুশি রেল যাত্রীরাও। ইতিমধ্যেই আমাদের দেশে দূৰত গতিতে ছুটে চলেছে একাধিক বন্দে ভারত ট্রেন। যার মধ্যে বাংলাতেই চলে মোট পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস।

আরও পড়ুন: Hero-র প্যাশন নাকি এক্সট্রিম কোনটা কিনলে পয়সা বাঁচবে? কোনটার সুযোগ-সুবিধা বেশি?

এবার জানা যাচ্ছে বাংলার মানুষদের জন্য আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার দিতে চলেছে ভারতীয় রেল। যা এবার থেকে শিলিগুড়ি এবং পাটনার  মধ্যে চলাচল করবে। তবে এই বন্ধ ভারত এক্সপ্রেসের নতুন রেক  চমকে দিয়েছে সব্বাইকে। নীল সাদা নয় আমুল পাল্টে গিয়ে এই বন্দে ভারত এক্সপ্রেস এর ট্রেনের রং হয়েছে গেরুয়া।

ভারতীয় রেল,Indian Railways,দূরপাল্লার ট্রেন,Express Train,বন্দে ভারত এক্সপ্রেস,Vande Bharat Express,নতুন রেক,New Rake,গেরুয়া,Orange,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে আইসিএফ চেন্নাইয়ের তৈরি ৫১তম ভি২.০ বন্দে ভারত রেক ইতিমধ্যেই নিউ জলপাইগুড়িতে পৌঁছেছে।মোট আট কামরার এই ট্রেনে একটি কামরা এগজিকিউটিভ শ্রেণির। আর বাকিগুলি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার। তবে এই ট্রেন কবে থেকে চলবে তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত চলবে।

Avatar

anita

X