নিউজ শর্ট ডেস্ক: এই মূল্যবৃদ্ধির বাজারে ভবিষ্যতের কথা চিন্তা করে সকলের অল্প-অল্প করে টাকা (Money) জমানো (Savings) উচিত। বিশেষ করে ভবিষ্যতে অবসর জীবন নিশ্চিত এবং সুরক্ষিত করার জন্যও সকলেরই একটা আয়ের উৎস থাকা জরুরি।
কিন্তু অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না কষ্ট করে উপার্জন করা অর্থ সঞ্চয় করবেন কোথায়? তাই টাকা জমানোর জন্য সবার প্রথমেই জরুরি বিনিয়োগের সেরা মাধ্যম খুঁজে বের করা। আর টাকা জমানোর সময় সেই টাকার নিরাপত্তার নিয়েও একটা বড় প্রশ্ন থেকে যায়।
সেইসাথে সকলেই এমন জায়গায় টাকা রাখতে চান যেখানে টাকা রাখার সাথে সাথে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। তবে টাকা জমানোর অধিকাংশ মানুষই LIC কিংবা পোস্ট অফিসের (Post Office) ওপরেই ভরসা করে থাকেন।
কিন্তু অনেকেই হয়তো জানেন না এই দুটি অপশন ছাড়াও আরও একটি ভাল মাধ্যম রয়েছে যেখানে টাকা বিনিয়োগ করা নিরাপদ তো বটেই সেইসাথে পাওয়া যাবে মোটা টাকার রিটার্ন-ও। আসুন বিস্তারিত জানা যাক বিনিয়োগের সেইমাধ্যম সম্পর্কে।
আরও পড়ুন: মাত্ৰ ১৫ হাজার টাকা দিয়ে কিনুন এই মেশিন, এই ব্যবসায় প্রতি মাসে রোজগার হবে ৬০ হাজার টাকা
জানলে অবাক হবেন বিনিয়োগের এই বিশেষ মাধ্যমে রোজ শুধুমাত্র ৩০ টাকা জমিয়েই প্রতি মাসে নিশ্চিত ১৫,০০০ টাকা করে উপার্জন করা যেতে পারে। যদি কারও বয়স ২৫ থেকে ৩০বছরের মধ্যে হয় আর তারা যদি দিনে ৩০ টাকা করে সঞ্চয় করতে পারেন তাহলে নির্দিষ্ট মাসিক আয় থেকে টাকা জমিয়েই একটা সময় পর প্রতি মাসে তারা ১৫০০০ টাকা করে উপার্জন করতে পারবেন।
তবে এই সঞ্চয় প্রকল্পে টাকা জমানোর জন্য কোনও LIC স্কিম বা পোস্ট অফিস সেভিং স্কিমে টাকা বিনিয়োগ করতে হবে না। এক্ষেত্রে একটি আলাদা স্কিম রয়েছে। এইভাবে প্রতিদিন ৩০ টাকা করে সঞ্চয় করতে পারলে প্রতি মাসে ৯০০ টাকা করে জমানো যাবে। যা গড় হিসাবে ১ হাজার টাকা ধরা যেতে পারে।
কেউ যদি এই ১০০০ টাকার একটি SIP করেন এবং ১৫% গড় রিটার্ন পান, তাহলে পরবর্তী ২৫ বছরে তিনি খুব সহজেই ৩২.৮ লক্ষ টাকারমালিক হয়ে যাবেন। এরপর ওই টাকা তিনি কোনও ব্যাঙ্কে এফডি করে দিতে হবে। এক্ষেত্রে ব্যাঙ্ক থেকেও গড়ে ৭% রিটার্ন পাওয়া যায়। পরবর্তীতে সেখান থেকেই প্রতি মাসে রিটার্ন আসবে ১৫ হাজার টাকা।