নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) হল আমাদের দেশের লাইফলাইন। কাছে হোক দূরে দেশের যে কোনো প্রান্তে সফর করার জন্য যাত্রীরা চোখ বুজে ভরসা করে থাকেন ভারতীয় রেলের ওপর। যাত্রীদের সুবিধার কথা ভেবেই প্রতিনিয়ত রেল পরিষেবাকে উন্নত করে চলেছে ভারতীয় রেল। তবে ট্রেনে সফর করারও বেশ কিছু নিয়ম আছে। যার মধ্যে অন্যতম ট্রেনের টিকিট। টিকিট ছাড়া ট্রেনে সফর করা আইনত অপরাধ।
তবে অনেকেই হয়তো জানেন না ভারতীয় রেলের এমনও এক নিয়ম রয়েছে যে নিয়ম অনুযায়ী স্লিপার ক্লাসের (Sleeper Class) টিকিটের (Ticket) টাকায় যাত্রীরা এসি ক্লাসেও সফর করতে পারেন। আইআরসিটিসির এই সিক্রেট টিপসের (IRCTC Secret Tips) সুবিধা একমাত্র তারাই পান যারা অনলাইনে টিকিট বুকিং করেন।
তবে যারা অফলাইন অর্থাৎ পিআরএস কাউন্টার থেকে টিকিট বুকিং করেন তারা এই বিশেষ সুবিধা পান না। আসলে এই ভারতীয় রেলের এই পরিষেবার সুবিধা পাওয়ার জন্য অনলাইনে টিকিট বুকিং করার সময় ছোট্ট একটি কাজ করতে হয়। আসুন তাহলে আইআরসিটিসির এই বিশেষ টিপস সম্পর্কে জানা যাক।
অনলাইনে টিকিট বুকিং করার সময় অটো ক্লাস আপগ্রেশন নামে একটি অপশন আসে, সেই অপশনটিতে টিক দিলেই ব্যাস যেসব যাত্রী ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট বুকিং করবেন তারাও হেসে খেলে এসি ক্লাসে ভ্রমণ করার সুযোগ পাবেন। তবে এখানে বলে রাখি এই সুযোগ কিন্তু সব সময় পাওয়া যাবে না। বিশেষ ক্ষেত্রেই এই সুযোগ পাওয়া যায়।
আরও পড়ুন: কলকাতায় গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো! জানুন কোন স্টেশনের ভাড়া কত?
সকলেই জানেন দূরপাল্লার ট্রেনে স্লিপার ক্লাসের তুলনায় এসি ক্লাসের ভাড়া অনেক বেশি। তাই অধিকাংশ ট্রেনেই স্লিপার ক্লাস ভর্তি হয়ে গেলেও এসি ক্লাস ফাঁকাই থাকে। তাই এসি ক্লাসের সিট ফাঁকা থাকতেও যদি স্লিপার ক্লাসের যাত্রীরা ওয়েটিং লিস্টে থাকেন , তখন তাদের মধ্যে থেকেই বেশ কয়েকজন যাত্রীর স্লিপার ক্লাসের টিকিট এসি ক্লাসে আপগ্রেড করা হয়।
রেল নিজে থেকেই আপগ্রেড করলে যাত্রীদের বাড়তি টাকাও খরচ হয় না। তবে এখানে বলে রাখি এক্ষেত্রে স্লিপার ক্লাসের যাত্রীরা শুধুমাত্র 3A এসি ক্লাসে ভ্রমণ করার সুযোগ পান।