নিউজশর্ট ডেস্কঃ ভারতের সমস্ত অর্থনৈতিক সংগঠনের মাথার ওপর বসে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন পরিষেবা যেমন এই ব্যাংক নিয়ে আসে। ঠিক তেমনি কোথাও কোন আর্থিক প্রতিষ্ঠান কোন নিয়ম যদি লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এখন আরও বেশি সজাগ হয়ে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই একের পরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে এই কেন্দ্রীয় ব্যাংক।
বিগত সময়ের তুলনায় এখন কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ অনেক বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এর ফলে সুবিধা হচ্ছে দেশের নাগরিকদের। কোনো আর্থিক প্রতিষ্ঠান এর ফলে কোন রকমের নিয়ম লঙ্ঘন করার আগে বারবার ভাববে। আর তাই গ্রাহকদের সঞ্চিত অর্থ নিরাপত্তার সঙ্গে সুরক্ষিত থাকবে।
কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সংস্থা Paytm-এর বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর ফলে এই সংস্থার লাইসেন্স পুরোপুরি ভাবে বাতিল করে দেওয়া হয়। আগামী ১৫ই মার্চ পর্যন্ত এই লাইসেন্সের মেয়াদ রয়েছে।
আরও পড়ুন: Indian Currency: এই দেশে ভারতের ১ টাকা ৫০০ টাকার সমান! জানেন কোন দেশ? উত্তর চমকে দেবে
তারপর থেকে এই পেমেন্ট ব্যাংকের গ্রাহকরা একাউন্টসহ বেশ কিছু সুবিধা আর গ্রহণ করতে পারবেন না। তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নন ব্যাংকিং ফিনান্স সংস্থা আইআইএফএল ফিনান্স-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল।
মূলত এই সংস্থার ঋণ মূল্য অনুপাতে অসংগতি পাওয়া গিয়েছে। আর এই অসঙ্গতির জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ফিনান্স সংস্থার কাজকর্মের স্পেশাল অডিট তৈরি করা হবে এবং সেই স্পেশাল অডিট এরপর তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটির পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এই পদক্ষেপের পর এই সংস্থা নতুন করে কোন গ্রাহককে গোল্ড লোন দিতে পারবে না। গোল্ড লোন দেওয়া বন্ধ করে দেওয়ার পাশাপাশি গোল্ড বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই সংস্থার তরফ থেকে যে সকল গ্রাহকের ইতিমধ্যেই লোন দেওয়া হয়েছে তাদের থেকে টাকা সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে RBI। গ্রাহকদের সুরক্ষার জন্যই মূলত এই নির্দেশ গ্রহণ করা হয়েছে।