LIC

LIC: শুধু পলিসি নয়, আগে জেনে রাখুন LIC-র ডেথ ক্লেম কিভাবে পাবেন? নাহলে ডুবে যাবে সব টাকা!

নিউজশর্ট ডেস্কঃ ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় বিমা সংস্থা হল এলআইসি(Lic)। ভারতীয় এই জীবন বিমা নিগম সারা দেশের মানুষের কাছে একটি ভরসাযোগ্য বিনিয়োগ মাধ্যম হয়েছে। এলআইসির পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার টাকা পরিবারের লোকজনেরা পেয়ে থাকেন। তবে এর জন্য বেশ কিছু নিয়মাবলী রয়েছে।

আজকের এই প্রতিবেদনে এলআইসির ডেথ ক্লেম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এলআইসির কোন পলিসি হোল্ডারের মৃত্যু হলে প্রথম পলিসির নমিনি যিনি আছেন তাকে এলআইসির স্থানীয় শাখায় ডেথ ক্লেমের জন্য আবেদন করতে হবে. মৃত ব্যক্তির পলিসির টাকা যাতে নমিনির ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়। সেই কারণে NEFT সহ বেশ কিছু ফর্ম পূরণ করতে হবে।

এরপর উক্ত ফর্মগুলোর সঙ্গে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পলিসি বন্ড, নমিনির প্যান কার্ড, নমিনির আধার কার্ড, নমিনির ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নথির জেরক্স এবং নমিনির স্বাক্ষর সহ জমা করতে হবে। এই সকল নথিপত্র গুলোর সঙ্গে যিনি নমিনি আছেন, তাকে একটি আবেদন পত্র লিখে জমা করতে হবে। যে আবেদনপত্রে পলিসি হোল্ডারের মৃত্যুর কার,ণ মৃত্যুর তারিখ ও মৃত্যুর স্থান লিখে দিতে হবে।

LIC

আরও পড়ুন: RBI: শুধু Paytm নয়, এবার এই জনপ্রিয় আর্থিক সংস্থাকে ব্যান করলো RBI, মিলবে না অনেক সুবিধা!

এর সঙ্গে NEFT ফর্মের সঙ্গে নমিনির নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স এবং একটি বাতিল চেক জমা দিতে হবে। এই সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পর এলআইসি সংস্থার তরফ থেকে সমস্ত নথিগুলো যাচাই করে দেখবে। এরপরে পলিসির সমস্ত টাকা নমিনির ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে এই সমস্ত টাকা ট্রান্সফার হতে প্রায় এক মাস সময় লাগতে পারে।

Papiya Paul

X