নিউজ শর্ট ডেস্ক: পিংকি বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিভোর্সের পর থেকেই কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) বিয়ে এবং বিয়ের অনুষ্ঠান নিয়ে রীতিমতো তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে (Reception) ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, ড্রাইভার এবং সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির ঘটনা ঘিরে বিতর্ক একেবারে তুঙ্গে।
এই ঘটনার নিন্দায় মুখর হয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই। মানুষের কাজকে অসম্মান এবং মানুষে-মানুষে এমন ভেদাভেদ দেখে প্রশ্ন তুলছেন সকলেই। এসবের মধ্যেই এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ খুললেন খোদ টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) দেহরক্ষী তথা ছায়াসঙ্গী বলে পরিচিত রাম সিং (Ram Singh)।
এ প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার সাথে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘হ্য়াঁ, ওই লেখাটা আমি দেখেছি। এক্কেবারেই ঠিক হয়নি এটা। খুবই খারাপ হয়েছে বিষয়টা। সবাই তো মানুষ। এভাবে কাউকে ছোট করা ঠিক নয়। কে ড্রাইভার, কে নিরাপত্তারক্ষী, যেই হন না কেন, এটা কি ঠিক! একটা বিয়েবাড়ি মানে আনন্দের অনুষ্ঠান, সেখানে ড্রাইভার, নিরাপত্তারক্ষীদের ঢুকতে নিষেধ করা হচ্ছে, সেটা কি শুনতে খুব ভালো লাগছে? এটার অর্থ আমাদের কাজকে ছোট করা হল।’
এই ঘটনায় তিনি যে আঘাত পেয়েছেন একথা স্পষ্ট তাঁর বক্তব্যে। সেইসাথে এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন ঐদিনের অনুষ্ঠানে তাঁর দাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত থাকলেও তিনিও প্রতিবাদ করতেন। রাম সিংয়ের কথায় ‘দাদা অনুষ্ঠানে যাননি, কারণ উনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। তবে দাদা যদি ওখানে যেতেন আর এগুলো দেখতেন, হয়ত ঢুকতেন না। যদিও বা ঢুকতেন, আমরা যেহেতু বাইরে থাকতাম, তাই ওই হাই, হ্যালো করে চলে বের হয়ে আসতেন। বেশিক্ষণ থাকতেন না। যেখানে মানুষকে অসম্মান করা হয়, সেখানে দাদা যান না। দাদা নিজে কখনওই এটা করেন না।’
আরও পড়ুন: তুখোড় অভিনয় ছাড়াও রয়েছে এই গুণ! জগদ্ধাত্রীর ‘কাঁকন’কে ভালোবাসায় ভরালেন দর্শক
এছাড়া এদিন সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়েও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন ‘এটাও খুবই অন্যায়। সংবাদমাধ্যম, সাংবাদিক তো গুরুত্বপূর্ণ অংশ, তাঁদেরকেও অসম্মান করা হয়েছে। ছিঃ ছিঃ এটা ঠিক নয়। সেই ইংরেজ আমলে রেস্তোরাঁ বা ক্লাবের বাইরের লিখে রাখা হত, INDIANS AND DOGS ARE NOT ALLOWED। বিষয়টা ঠিক তেমন হল নাকি!’