নিউজশর্ট ডেস্কঃ আপনি যদি খুব তাড়াতাড়ি মোটা টাকা সঞ্চয় করতে চান। তাহলে আপনাকে খুব বেশি সঞ্চয় প্রবণ মনোভাব হতে হবে। এর জন্য প্রচুর টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। যেখান থেকে আপনি বেশি রিটার্ন পাবেন। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিকল্প হলো এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ(Investment) করা।
এটিই বেশি টাকা কম সময়ে পাওয়ার জন্য সবথেকে ভালো একটি উপায় হবে। এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি খুব কম সময়ের মধ্যেও নিজেকে কোটিপতি করে তুলতে পারেন। তবে মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের উপর নির্ভর করে। কিন্তু দীর্ঘদিন রাখলে ১৫% থেকে ২০% রিটার্ন পাওয়া যায়। তবে মিউচুয়াল ফান্ডের গড় রিটার্ন ১২ শতাংশ ধরা হয়। আপনি যদি মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন। তাহলে চক্রবৃদ্ধির সুবিধা পেয়ে যাবেন।
আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কিভাবে এসআইপির মাধ্যমে ১৫ বছরের মধ্যে নিজেকে কোটিপতি করে তুলতে পারেন। আপনার বয়স যদি এখন ৩০ হয়ে থাকে তাহলে ৪৫ বছরের মধ্যে আপনি ১ কোটি টাকার মালিক হতে পারেন। এক্ষেত্রে কোটিপতি হওয়ার সহজ সূত্র হলো ১৫*১৫*১৫।
এক্ষেত্রে আপনাকে ১৫ বছরের জন্য এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে ১৫,০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। এরপর দীর্ঘমেয়াদে ১৫ শতাংশ যদি সুদ ধরা হয়। এখানে আপনি মোট ২৭,০০,০০০ টাকা বিনিয়োগ করবেন। এরপর ১৫ শতাংশ সুদ পেলে তা হবে ৭৪,৫২,৯৪৬ টাকা।
এভাবে সুদ এবং আসল মিলিয়ে আপনি ১৫ বছরে রিটার্ন পাবেন ১,০১,৫২,৯৪৬ টাকা। তাই আপনি যদি মাত্র ১৫ বছর সময়ের মধ্যে নিজেকে কোটিপতি করে তুলতে চান তাহলে এইভাবে অর্থ সঞ্চয় করতে পারেন।