Aadhaar Card

Aadhaar Card: আপনার আধার কার্ডটি আসল তো? এই স্পেশ্যাল ট্রিকসে যাচাই করুন নিজেই

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে আমাদের দেশে যে কোন ভারতীয় নাগরিকদের কাছে নাগরিকের কাজে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত জরুরী একটি পরিচয় পত্র হিসেবে বিবেচিত হয় সরকারি বেসরকারি যে কোন কাজে এখন আধার নম্বর (Aadhaar Number) ছাড়া এক কথায় অসম্পূর্ণ। আর আধার কার্ডের এই চাহিদা কে কাজে লাগ লাগিয়ে দিলে দিনে বেড়ে চলেছে বিভিন্ন ধরনের প্রতারণা চক্র।

আধার কার্ডে উপস্থিত ১২ টি সংখ্যাই  আধার নম্বর বলে পরিচিত। এই নম্বরই যে কোনো ভারতীয় নাগরিকের  পরিচয় বহন করে থাকে। আসলে, আধার কার্ড ইস্যুকারী সংস্থা UIDAI আধার কার্ড তৈরি করার সময় ব্যবহারকারীর আইরিস স্ক্যান, আঙুলের ছাপ এবং ফটোগ্রাফের মতো তথ্য নেয়।

অর্থাৎ আধার কার্ডে প্রত্যেকে নাগরিকেরই যাবতীয় জনসংখ্যাগত এবং বায়োমেট্রিক তথ্য থাকে। এই পরিস্থিতিতে, অনেক স্ক্যামাররাই প্রতারণা করার জন্য জাল আধার কার্ড তৈরির চেষ্টা করে। ইতিপূর্বে বহুবার জাল আধার কার্ডের মাধ্যমে জালিয়াতির ঘটনাও সামনে এসেছে।

Aadhaar Card,আধার কার্ড,Real,আসল,Fake,নকল,Varification,যাচাই,QR Code,কিউআর কোড,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই গ্রাহকদের এই ধরণের জালিয়াতির হাত থেকে বাঁচাতেই আসল-নকল কার্ড সনাক্ত করতে ভেরিফিকেশনের সুবিধাও  দিয়ে থাকে UIDAI। এই ভেরিফিকেশনের মাধ্যমে, ব্যবহারকারীরাও সহজেই আসল-নকল আধার কার্ড সনাক্ত করতে পারেন।

আরও পড়ুন: মাত্র ৪৫ টাকা বিনিয়োগে মিলছে ২৫ লক্ষ রিটার্ন! LIC-র এই স্কিমে টাকা রাখলেই হতে পারেন লাখপতি

QR কোড দিয়ে আধার কার্ড ভেরিফিকেশন

ব্যবহারকারী QR কোড আর নাম দিয়েই আধার কার্ড যাচাই করতে পারেন,

QR কোড দিয়ে আধার কার্ড যাচাই করার জন্য প্রথমেই গুগল প্লে স্টোর থেকে mAadhaar অ্যাপ ইনস্টল করতে হবে,

এরপর অ্যাপটি ওপেন করে স্ক্রিনের উপরে ডানদিকে দেখানো QR কোড স্ক্যানারে ক্লিক করতে হবে,

এরপর মোবাইল ক্যামেরা অ্যাক্সেস করে আধার কার্ড, ই-আধার বা পিভিসি আধারে যে QR কোড আসবে সেটি স্ক্যান করতে হবে,

এরপর আধার কার্ডের সমস্ত তথ্য সামনে চলে আসবে।

Aadhaar Card,আধার কার্ড,Real,আসল,Fake,নকল,Varification,যাচাই,QR Code,কিউআর কোড,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

নাম দিয়ে আধার ভেরিফিকেশন 

নাম দিয়ে আধার কার্ড ভেরিফিকেশন করতে হলে UIDAI ওয়েবসাইটে যেতে হবে,

সেখান থেকেই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং এনরোলমেন্ট আইডি ফিল আপ করতে হবে,

এরপর সিকিওর কোডটি পূরণ করতে হবে এবং তারপরে বাক্সে দেখানো স্ট্যাটাস চেকে ক্লিক করতে হবে,

এর পর স্ক্রিনেই আধার নম্বর কিংবা আধার কার্ডের স্ট্যাটাস শো করবে।

Avatar

anita

X