Airtel

Airtel: Jio-র সামনে পাত্তাও পাবে না Airtel! মাত্র ৪ টাকা বেশি দিলেই মিলবে অতিরিক্ত ১৪ জিবি ডেটা

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে যে স্মার্টফোন চালু রাখতে ইন্টারনেট পরিষেবা অত্যন্ত জরুরি। আর এখনকার দিনে দুর্দান্ত সব রিচার্জ প্ল্যানের (Recharge Plan) সাথে কড়া টক্কর চলছে  দেশের দুই জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) এবং জিও’র (Jio)। আসুন জানা যাক জিও এবং এয়ারটেলের এমনই দুটি ২৮ দিনের রিচার্জ প্ল্যান সম্পর্কে।

জিও’র ২৬৯ টাকার প্ল্যান: 

রিলায়েন্স জিও’র এই প্ল্যানে বিনামূল্যেই পাওয়া যাবে জিও সাভান প্রোর সাবস্ক্রিপশন। ২৮ দিনের এই জিও প্ল্যান রিচার্জ করলে মোট ৪২জিবির ডেটা পাওয়া যাবে। এক্ষেত্রে প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাওয়া যাবে। তবেরোজকার ডেটা কোটা শেষ হওয়ার পরেও ৬৪ Kbps-স্পিড পাওয়া যাবে। এই প্ল্যানে জিও সাভান প্রো-র সাবস্ক্রিপশন ছাড়াও পাওয়া যাবে জিও ক্লাউড এবং জিও টিভির সাবস্ক্রিপশন।

আনলিমিটেড ৫জি: 

৫ জি স্মার্টফোন ব্যবহার কারীদেরও এবার সোনায় সোহাগা। কারণ এবার তাদের জন্যই জিও’র তরফ থেকে দেওয়া হচ্ছে বিনামূল্যের পরিষেবা। জানা যাচ্ছে এবার ৫জি ওয়েলকাম প্লানের অধীনে এই অফার দিচ্ছে জিও। তবে এক্ষেত্রে শর্ত একটাই, যে এলাকায় যে গ্রাহক থাকেন সেখানে 5G পরিষেবা থাকতে হবে এবং তার উপযুক্ত ৫জি স্মার্টফোন থাকতে হবে।

Jio

এয়ারটেলের ২৬৫ টাকার প্ল্যান

জিওকে টক্কর দিতে পিছিয়ে নেই এয়ারটেল-ও। এয়ারটেলের এই ২৬৫ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটার সাথেই পাওয়া যাবে ১০০টি SMS এবং আনলিমিটেড কলিং-এর সুবিধা। রোজকার ডেটা কোটা শেষ হয়ে ৬৪ Kbpsস্পিডের ডেটা পাওয়া যাবে ।

আরও পড়ুন: জিও অতীত! এবার সব্বাইকে টেক্কা দিতে আসছে মুকেশ আম্বানির ‘হনুমান’

এয়ারটেলের এই প্ল্যানে রিচার্জ করলে হ্যালোটিউন এবং wynk মিউজিকের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। তবে জিও’র তুলনায় এয়ারটেলের এই প্ল্যানের দৈনিক ডেটার পরিমাণ কিন্তু বেশ কম।

Airtel

জিও বনাম এয়ারটেল

জিও  এবং এয়ারটেল এই দুই কোম্পানির রিচার্জ  প্ল্যানের মধ্যে কোনটা ভালো তা বিচার করার জন্য উপরোক্ত দুই রিচার্জ প্ল্যানের তুলনাটা জেনে নেওয়াই ভালো। এখানে বলে রাখি জিও’র রিচার্জ প্ল্যানের দাম এয়ারটেলের প্ল্যানের থেকে ৪ টাকা বেশি হলেও, এতে অনেক  বেশি সুবিধা পাওয়া যায়।

তবে ৪ টাকা  বেশি খরচ হলেও জিও’র প্ল্যানে ১৪ জিবি ডেটা বেশি পাওয়া যাবে। পাশাপাশি দৈনিক SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধাও দিচ্ছে এয়ারটেল। তাছাড়াও বিনামূল্যে পাওয়া যাবে জিও সাভান প্রো’র সাবস্ক্রিপশন।

Avatar

anita

X