Vastu Tips

Vastu Tips: রোজ হবে টাকার বৃষ্টি! ঝাড়ু দেওয়ার সময় করুন ‘এই’ ছোট্ট কাজ

নিউজ শর্ট ডেস্ক: বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) এমন অনেক বিষয় আছে যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলে থাকে। বাস্তু মতে এই সমস্ত ছোটখাটো নিয়ম মেনে চলার ওপরে অনেকের স্বাস্থ্য-মানসিক চাপ কিম্বা আর্থিক সম্পত্তির লাভ-ক্ষতি নির্ভরশীল।

বাস্তুশাস্ত্রে এমনই কিছু গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে আমাদের রোজকার জীবনে ব্যবহৃত  অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস ঝাড়ু (Broom) সম্পর্কে। এই ঝাড়ুর ব্যবহার এবং তা নির্দিষ্ট দিকে কিংবা অবস্থানে রাখার ওপরেই অনেকের স্বাস্থ্য অবস্থা,আর্থিক অবস্থা কিংবা মানসিক অবস্থা অনেক অংশে নির্ভরশীল।

আসুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক। জ্যোতিষিদের দাবি করে থাকেন কেউ যদি কোনো কারণে মানসিক সমস্যায় ভুগছেন অথবা কেউ যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যায় কষ্ট পাচ্ছেন তাহলে  সকালে ঘরের  মেঝে পরিষ্কার  করার সময় তার মায়ের ভক্তির কথা চিন্তা করা উচিত।

জ্যোতির্বিদ্যা,Astrology,বাস্তু টিপস,Vastu Tips,বাস্তুশাস্ত্র,Vastu Shastra,ঝাড়ু,Broom,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও জ্যোতিষীরা বলে থাকেন ঝাড়ু দেওয়ার সময় পায়ের নিচে ঝাড়ু দিয়ে চেপে রাখতে নেই।এমনটা করলে তা নাকি স্বাস্থ্যের ক্ষতি করে। তাই যে বা যারা এই কাজ করা থেকে বিরত থাকেন তাদের  স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ে। সেই সাথে উপচে পড়ে সুখ-সমৃদ্ধিও।

আরও পড়ুন: LIC-এর সুপারহিট স্কিম, এখানে ১৫১ টাকা করে বিনিয়োগে মিলবে ৩১ লক্ষ টাকার সুবিধা!

যারা মানসিক সমস্যায় ভুগছেন ঝাড়ু দেওয়ার সময় তাদের দিকটির দিকে বিশেষ মনোযোগ দিতে বলা হচ্ছে। বাস্তু মতে ঝাড়ু দেওয়ার পর ঝাড়ুটি দক্ষিণ বা পশ্চিম দিকের মাঝখানে রাখাই সবচেয়ে ভাল মনে করা হয়। এতে নাকি মানসিক চাপের সমস্যাও দূর হয়।

Vastu Tips

বাস্তুশাস্ত্রে ভাঙা ঝাড়ু ব্যবহার করা অনুচিত বলে মনে করা হয়। পাশাপাশি শনিবার নতুন ঝাড়ু কেনাও শুভ বলে মনে করা হয়। এরফলে জীবনের অনেক সমস্যাও দূরে হয়।

এছাড়াও বলা হয় ঝাড়ু সবসময় শুইয়ে রাখতে হয়। তাই ঝাড়ু দাঁড় করিয়ে রাখা অশুভ বলে মনে করা হয়। এই সমস্ত নিয়ম মেনে চললে নাকি ধনদেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। যার ফলে চিরকালের জন্য আর্থিক সঙ্কট থেকেও মুক্তি পাওয়া যায়।

Avatar

anita

X