নিউজ শর্ট ডেস্ক: প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে অনেকেরই ভরসা এসির ঠান্ডা ঘর। কিন্তু সবার বাড়িতে তো আর এসি কেনার ক্ষমতা থাকে না। তাই এই গরমের হাত থেকে বাঁচতে এখন বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এয়ার কুলারের। আজ আপনাদের জানাবো এমনই কয়েকটি ব্র্যান্ডেড (Branded ) এয়ার কুলার (Air Cooler) সম্পর্কে যেগুলিতে এখন ৪০% এর বেশি ছাড় পাওয়া যাচ্ছে ৷
জানা যাচ্ছে আগামী ১৪ ই মার্চ পর্যন্ত অ্যামাজনে সামার অ্যাপ্লায়েন্সেসের একটি ইভেন্ট চলছে। আর ইভেন্টেই দারুন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে দামি এয়ার কুলারগুলির ওপরেও।
সিম্ফনি আইস কিউব ২৭ :
এই গরমে EMI-দিয়ে খুব সহজেই এই এয়ার কুলারটি বাড়ির জন্য কেনা যেতে পারে। ২৭ লিটার ক্ষমতা সম্পন্ন এই এয়ার কুলারটি একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হয়ে থাকে। তাই হাই-টেক প্রযুক্তি সম্পন্ন এই এয়ার কুলারে বিদ্যুৎ খরচও অনেক কম হয়। যার ফলে বিদ্যুৎ-এর বিলও হয় খুবই কম। এখানে বলে রাখি চলতি বছরের রেকর্ড গরমের হাত থেকে নিস্তার পেতে চাইলে কিন্তু এই এয়ার কুলারের থেকে ভাল এবং সস্তা বিকল্প আর কিছু নেই।
বাজাজ PX97 টর্ক নিউ 36L:
বাড়িতে ব্যবহারের জন্য বাজাজ এনেছে দারুন সুবিধাজনক পোর্টেবল এয়ার কুলার বাজাজ PX97 টর্ক নিউ 36L। মোট ৩৬ লিটার ক্ষমতা সম্পন্ন এই এয়ার কুলারে রয়েছে একটি টার্বোফ্যানও। অত্যাধুনিক প্রযুক্তি সমন্ন এই এয়ার কুলারে রয়েছে শক্তিশালী এয়ার থ্রো সহ ৩ টি স্পিড কন্ট্রোল সুইচ। রঙ সাদা হওয়ায় নোংরা হবে খুব তাড়াতাড়ি। তবে এটি পরিষ্কার করাও অনেক সহজ।এই এয়ার কুলারটিতে ২ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। এই এয়ার কুলারের ফ্যান অনেক শক্তিশালী হওয়ায় ঘরের প্রতিটি কোণাতেই ঠান্ডা হাওয়া পাওয়া যায়।
ফ্রস্টওয়েভ 38L:
এই এয়ার কুলারটি মূলত একটি ফ্যান ভিত্তিক মডেল। ৩৮ লিটার ক্ষমতা সমন্ন এই এয়ার কুলারটি খুব ভালো হাওয়া দিয়ে থাকে। এছাড়াও এই এয়ার কুলারেই রয়েছে আইস চেম্বার এবং এর বডিও বেশ মজবুত। শুধু তাই নয় এই কুলারটি ওজনেও বেশ হালকা হয়। তাই সহজেই এটি যে কোনো ঘরে নিয়ে যাওয়া যায়। এছাড়া এই এয়ার কুলারে চাকা রয়েছে, তাই এটি বাজারে সেরা পোর্টেবেল এয়ার কুলার হিসাবেও জনপ্রিয়।
হিন্ডওয়্যার স্মার্ট অ্যাপ্লায়েন্সেস ক্রুজো 25L:
ডাস্ট মুক্ত ফিল্টার প্রযুক্তি এই এয়ার কুলারটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। গরমকালে যাদের বাড়িতে এই এয়ার কুলার চলে তাদের আর এসির দরকার হয় না। দুর্দান্ত শীতল বাতাসের যোগান দেওয়ার জন্য এই এয়ার কুলারে হানিকম্ব প্যাডও ইনস্টল করা আছে। এই এয়ার কুলারটিতে বিদ্যুতের খরচও অনেক কম হয়।
ক্রম্পটন ওজোন ডেজার্ট এয়ার কুলার- 75L:
মরুভূমির মতো কাঠখোট্টা গরমেও দারুন শীতলতা দেয় এই ডেজার্ট এয়ার কুলার। ৭৫ লিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন এই এয়ার কুলারটি উচ্চ ঘনত্বের মধুচক্র প্যাড দিয়ে সজ্জিত। এই কারণেই, এই এয়ার কুলারগুলি প্রচণ্ড গরমেও দারুন শীতলতা দিয়ে থাকে। এই এয়ার কুলারটি মূলত সাদা এবং টিল রঙের মিশ্রণে তৈরী। গ্রাহকরা এই এয়ার কুলারটিকে ৩.৯ স্টার পর্যন্ত রেটিং দিয়েছেন। বর্তমানে এই এয়ার কুলারটিতে ৪০%-এর বেশি ছাড় পাওয়া যাচ্ছে।