Technology

Technology: মোবাইলে দুটো মাইক্রোফোন থাকে কেন জানেন? আসল কারণ শুনলে হাঁ হয়ে যাবেন

নিউজ শর্ট ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিন ধরেই মোবাইল ফোনে (Mobile Phone) চলতে থাকে খুটখাট। তাই এখনকার দিনে আট থেকে আশি সকলেই এই মোবাইল ফোনের নেশায় বুঁদ হয়ে থাকেন সারাক্ষণ। তবে নতুন মোবাইল কেনার সময় বেশিরভাগ ব্যবহারকারীই শুধুমাত্র মোবাইল ক্যামেরা আর প্রসেসরের ব্যাপারেই খোঁজ নিয়ে থাকেন।

তাই ফোনের বাদবাকি বাইরের ডিজাইন সম্পর্কে সঠিক ধারণা নেই অনেকেরই। শুধু তাই নয় অনেকে তো এটাও জানেন না যে মোবাইলে দু’টো মাইক্রোফোন (Microphone) থাকে। কখনও ভেবে দেখেছেন  মোবাইল ফোনে  দু’টো মাইক্রো ফোন কেন থাকে?  এই মাইক্রোফোন দুটি’র কাজ-ই বা কি? আসুন জানা যাক বিস্তারিত।

আসলে প্রতিটি মোবাইলে একটি মাইক্রোফোন থাকে মোবাইলের নীচের দিকে। যার কাজ হল মোবাইল ফোন ব্যবহারকারীর আওয়াজ ফোনের অপরপ্রান্তে থাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া।

মাইক্রোফোন,Microphone,মোবাইল,Mobile,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও প্রত্যেক মোবাইলেই  থাকে আরও একটি মাইক্রোফোন। যা থাকে ফোনের উপরের দিকে। এটি চারপাশের যে অতিরিক্ত শব্দ থাকে তা কমায়। ফোনের ওপরে ছোট্ট ছিদ্রের মধ্যেই থাকে এই দ্বিতীয় মাইক্রোফোনটি। যা নয়েস ক্যানসেলিং মাইক্রোফোন নামেই পরিচিত।

আরও পড়ুন: ‘শ্যুটিং ক্ষতিগ্রস্ত হবে’! Didi No 1 থেকে সরে দাঁড়াচ্ছেন রচনা! নতুন সঞ্চালিকা কে?

মাইক্রোফোন,Microphone,মোবাইল,Mobile,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই কেউ যখন রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলেন তখন  চারপাশের বিভিন্ন ধরণের আওয়াজ বাতিল করে শুধু কণ্ঠস্বর ফোনের অপর প্রান্তের মানুষটির কাছে পাঠিয়ে দিতে সাহায্য করে এই নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন। তাই যে কোন ভয়েস কল করার সময় এই মাইক্রোফোন অ্যাকটিভেট হয়ে যায়। সব থেকে মজার বিষয় হল এই দুটি মাইক্রোফোন’ই চালু হয় একসাথে।

Avatar

anita

X