নিউজ শর্ট ডেস্ক: এলআইসিকে (LIC) সব সময় নিরাপদ ইনস্যুরেন্স পলিসি মনে করা হয়। কারণ এখানে অর্ধ বিনিয়োগ করা সবথেকে বেশি নিরাপদ। এছাড়াও এক্ষেত্রে বেশ ভালো রকমের রিটার্ন-ও পাওয়া যায়। এলআইসি এমন এক ধরণের সেভিংস স্কিম, যাতে বিনিয়োগকারীরা খুবই অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে মোটা টাকার রিটার্ন পান।
আজ আপনাদের জানাবো এলআইসির এমনই একটি পলিসি (Policy) ‘আধার স্তম্ভ’ (Aadhaar Stambh) সম্পর্কে। এই পলিসির বিশেষত্ব হল এই যে এটি মূলত পুরুষদের জন্যই তৈরি হয়েছে। এই পলিসির সবথেকে ভালো বিশেষত্ব হল এখানে অটো কভারের সুবিধা পাওয়া যায়। তাছাড়া এই পলিসি কেনার পর কোনো মেডিকেল টেস্টের-ও দরকার পড়ে না। আর সবথেকে ভালো বিষয় হল এই পলিসিতে খুবই কম টাকা বিনিয়োগ করে ৭৫ হাজার টাকার রিটার্ন পাওয়ার সুযোগ থাকে।
এখানে বলে রাখি এই আধার স্তম্ভ পলিসি খুবই ছোট্ট একটি পলিসি। খুব কম টাকা উপার্জন করা মানুষদের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই পলিসি। এখানে এমন বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়, যা অন্য কোন পলিসিতে নেই। যার মধ্যে অন্যতম অটো কভারের সুবিধা। যদি কেউ কোনো কারণে প্রিমিয়াম ভরতে না পারেন তাহলে এক্ষেত্রে প্রিমিয়াম নিজে থেকেই জমা হওয়ার অপশনও পাওয়া যায়।
এই এলআইসি পলিসি যত বছরের জন্য নেওয়া হবে তত বছর পর্যন্তই প্রিমিয়াম ভরতে হবে। সবচেয়ে ভালো বিষয় হলো লয়ালটি এডিশন, যেটা মূলত পলিসি ম্যাচুরিটির সময়েই পাওয়া যায়। অর্থাৎপলিসি ম্যাচিওর হলে সেই টাকা জুড়ে দিয়েই একসাথে টাকা পাওয়া যায়। তবে এই পলিসি তারাই কিনতে পারবেন যাদের বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে হবে। এই পলিসি কম করে ১০ বছর এবং সবচেয়ে বেশি ২০ বছরের জন্য করা যেতে পারে।
আরও পড়ুন: এবার UPI পেমেন্টেও রাজত্ব করবে মুকেশ আম্বানি, আসছে Jio সাউন্ড বক্স
আগেই বলেছি যারা কম টাকাও উপার্জন করেন তাদের জন্য এই পলিসিটি আদর্শ। কেউ যদি ৪০ বছর বয়সে এসে ২০ বছরের জন্য পলিসি নিয়ে থাকেন তাহলে তাকে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে জমা করতে হবে। ২০ বছর হওয়ার পর পলিসি ম্যাচিওর হলে তিনি দেড় লক্ষ টাকা পাবেন। সেই সাথে লয়ালটি এডিশনও হিসাবেও ৪৮ হাজার ৭৫০ টাকা পাবেন। এইভাবে সব মিলিয়ে ২০ বছর পর তার প্রাপ্ত টাকার পরিমান হবে ১ লক্ষ ৯৮ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ প্রতি মাসে ৫০০টাকা করে জমা করলে কুড়ি বছর পর সেই টাকা দু লাখ টাকা হয়ে যাবে।
তবে এই পলিসি চলাকালীন অর্থাৎ কুড়ি বছর এর মধ্যে যদি পলিসি ধারকের মৃত্যু হয়ে যায় তাহলে পরিবারের কোনো সদস্য যাকে নমিনি করা হয়েছে তিনি দেড় লক্ষ টাকা পাবেন। সেই সাথে লয়েলটি এডিশন-ও পাবেন তিনি। তবে এখানে বলে রাখি, কোন পলিসি কত বছর চলছে তার ওপর এই লয়েলটি এডিশন নির্ভর করে।