ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,ভি-আই,Vi,রিচার্জ প্ল্যান,Recharge Plan,ভ্যালিডিটি,Validity,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Vi: বিনোদন ননস্টপ! Vi-র ধামাকা প্ল্যানের সামনে হেরে যাচ্ছে Airtel-Jio

নিউজ শর্ট ডেস্ক: জনপ্রিয় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এমন একটি রিচার্জ প্ল্যান (Recharge Plan) রয়েছে যার সামনে পাত্তাও পাবে না এয়ারটেল কিংবা জিওর মত প্রথম সারির টেলিকম সংস্থা গুলিও। বিশেষ করে ভি-আই (VI)-এর এই সুপারহিট প্ল্যানের ভ্যালিডিটি (Validity) গুনে গুনে দশ গোল দেবে এয়ারটেল কিংবা জিওর মত প্রথম সারির টেলিকম সংস্থা গুলিকে।

ভি-আই-এর এমনই একটি রিচার্জ প্ল্যান হল ১৪৪৯ টাকার প্ল্যান। ভি আই-এর এই প্ল্যান জিও আর এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যানকেও কড়া টক্কর দিতে পারে। শুধু তাই নয় ভোডাফোন আইডিয়ার এই প্ল্যান অন্য দুই কোম্পানির প্ল্যানের থেকে অনেক বেশি সস্তা-ও। সব থেকে মজার বিষয় হল এই প্ল্যানে ১৮০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। অন্যদিকে জিও আর এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যানে মাত্র ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।  আসুন ভোডাফোন আইডিয়ার এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাক।

ভোডাফোন আইডিয়ার  ১৪৪৯ টাকার প্ল্যান: 

আগেই বলেছি Vi-এর এই প্ল্যানে ১৮০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। তবে কেউ যদি VI-অ্যাপ থেকে এই প্ল্যানের রিচার্জ করেন তাহলে তিনি ৫০ টাকার ক্যাশব্যাক পাবেন। এই প্ল্যানে প্রতিদিন দেড় জিবি ডেটা পাওয়া যাবে, সেইসাথে প্রতিদিন ১০০ টি এসএমএস সহ সারা দেশে সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড ভয়েস কলিং-ও করা যায় বিনামূল্যে। সেইসাথে এই প্ল্যানে Binge All Night,Weekend Data Rollover এবং Data Delights-এর মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। এখানেই শেষ নয় Vi Movies  & Tv অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস করার সুবিধাও দিচ্ছে কোম্পানি। সেইসাথে এই প্ল্যানেই ২০০ টির-ও বেশি টিভি চ্যানেল এবং ৫ হাজারেরও বেশি সিনেমা এবং শো দেখার সুযোগ পাওয়া যায়।

ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,ভি-আই,Vi,রিচার্জ প্ল্যান,Recharge Plan,ভ্যালিডিটি,Validity,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যান: 

ভোডাফোন আইডিয়ার তুলনায় এয়ারটেলের এই প্ল্যানের দাম যেমন বেশি তেমনি ভ্যালিডিটিও অনেক কম। এয়ারটেলের এই প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহার করা যায়। ৫ জি নেটওয়ার্ক ব্যবহারকারীরা আনলিমিটেড ৫ জি ডেটা ব্যবহার করতে পারেন। এই প্ল্যানে দৈনিক  ১০০ টি এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। তবে এই প্ল্যানে নেটফ্লিক্স বেসিকস-এ ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও থাকে উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন।

আরও পড়ুন: এবার UPI পেমেন্টেও রাজত্ব করবে মুকেশ আম্বানি, আসছে Jio সাউন্ড বক্স

ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,ভি-আই,Vi,রিচার্জ প্ল্যান,Recharge Plan,ভ্যালিডিটি,Validity,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জিও’র ১৪৯৯ টাকার প্ল্যান: 

ভ্যালিডিটির বিষয়ে এক্ষেত্রে জিও’র এই প্ল্যানাটিও এয়ারটেলের মতোই ভোডাফোন আইডিয়ার থেকে অনেক পিছিয়ে। এই প্ল্যানটিতে জিও-ও গ্রাহকদের ৮৪ দিনের ভ্যালিডিটি দিয়ে থাকে। এছাড়া একইভাবে রোজ ৩ জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া ৫ জি ব্যবহারকারীরা আনলিমিটেড ৫ জি ডেটা ব্যবহার করার সুবিধা পান। সেইসাথে এই প্ল্যানে দৈনিক  ১০০ টি এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয় এই প্ল্যানে  নেটফ্লিক্স বেসিকস সহ জিও টিভি, এবং জিও সিনেমার ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়।

Avatar

anita

X