নিউজ শর্ট ডেস্ক: ময়দানে নামার পর থেকেই টেলিকম সংস্থার বাজারে দাপিয়ে রাজত্ব করে চলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Jio)। আর এখন একপ্রকার একচেটিয়া ভাবে বাজার দখল করে দেশের শীর্ষ স্থানীয় টেলিকম সংস্থা হয়ে উঠেছে জিও। যার ফলে দিনের পর দিন উদ্বেগ বাড়ছে অন্যান্য কোম্পানিগুলির। তবে টেলিকম সংস্থার পর এবার ইউপিআই পেমেন্টের জগতেও থাবা বসাতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা।
প্রসঙ্গত এখনকার এই ইউপিআই (UPI) পেমেন্টের যুগে আমাদের দেশের অধিকাংশ মানুষই এখন অনলাইন পেমেন্ট করতেই অভ্যস্ত। তবে এখন অধিকাংশ দোকানেই Paytm-এর কিউআর কোড দেখতে পাওয়া যায় .কিন্তু এবার সেই জায়গাও দখল করতে চলেছে জিও .কিছুদিন আগেই এইটি রিপোর্টে বলা হয়েছিল খুব শিগগিরই বাজারে আসতে পারে জিও সাউন্ড বক্স (Jio Sound Box)।
এবার নতুন রিপোর্টে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই আমাদের দেশে ছোট ছোট মেট্রো শহর গুলি যেমন জয়পুর,ইন্দোর এবং লখনউয়ের মত শহরগুলিতে জিওর এই সাউন্ড বক্সের পরীক্ষা করা শেষ হয়েছে। আর পরীক্ষা সম্পন্ন হওয়ায় আগামী দিনে ইউপিআই এর বাজারেও জিওর তরফ থেকে এটি বড় পদক্ষেপ নেওয়া হতে চলেছে।
রিপোর্ট বলছে জিও পে-র কিউআর কোড অনেক ছোটখাটো খুচরো দোকানেও ইতিমধ্যেই দেখা গিয়েছে। যার মধ্যে রয়েছে একাধিক বৈশিষ্ট্য। বিশেষ করে এটি একটি পয়েন্ট-অফ-সেল হিসাবেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ একটি সাউন্ড বক্সের সাহায্যে দুটি কাজ যাবে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে সংস্থার তরফ থেকে এ সম্পর্কে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন: আর তিন মাস লাগবে না, এবার দিনের দিনই কাটুন রিজার্ভেশন টিকিট
তবে ট্রায়াল শেষ হওয়া মানেই খুব তাড়াতাড়ি সাউন্ড বক্স এবার দোকানগুলিতে দেখা যেতে চলেছে। জানা যাচ্ছে জিওর এই সাউন্ড বক্স কেনার পর এর জন্য প্রত্যেক মাসে ৫০ টাকা দিয়ে একটি সাবস্ক্রাইপশন প্ল্যান নিতে হবে। উল্লেখ্য এক্ষেত্রে পিওএস ডিভাইসে কিউআর কোড এর বিকল্প দেওয়া হবে যা, গ্রাহকদের জন্য খুবই উপকারী হতে পারে। দাবি করা হচ্ছে এটি রাজস্ব আয় এর জন্য খুবই ভালো প্রমাণিত হতে চলেছে। তাই আগামীদিনে এই UPI -এর বাজারেও যে Jio-র দাপট বাড়বে তা বলাই বাহুল্য।