নিউজ শর্ট ডেস্ক: এবার রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্যও এক বিরাট সুখবর দিল রাজ্য সরকার (State Government)। আগেই রাজ্য বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন এবার আর দ্বাদশ শ্রেণী থেকে নয় একাদশ শ্রেণী (Class 11) থেকেই ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে ট্যাব (Tab)। আর তার জন্য সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে ১০ হাজার টাকা।
এবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বিকাশ ভবনের তরফ থেকেও। সেখানেই স্পষ্ট জানানো হয়েছে আগামী অর্থ বর্ষ অর্থাৎ ২০২৪-২৫ থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসায় একাদশ শ্রেণীর পড়ুয়ারা এই টাকা পাবেন। রাজ্য সরকারের এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমেই রাজ্যের পড়ুয়ারা এবার বিনামূল্যে ট্যাবলেট,কম্পিউটার কিংবা স্মার্টফোন কিনতে পারবেন। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকেও।
নবান্ন সূত্রে খবর মঙ্গলবারেই ‘তরুণের স্বপ্ন’ (Tanruner Swapna) প্রকল্পের (Scheme) অধীনে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্কুল ও হাই মাদ্রাসার একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ নিয়ম অনুযায়ী যারা মাধ্যমিক শ্রেণি পাশ করে এ বছর একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদেরও ব্যাংক একাউন্টে ঢুকবে এই টাকা। সূত্রের খবর রাজ্যের সমস্ত সরকারি সরকার পোষিত ও মাদ্রাসা বোর্ডের পড়ুয়াদের মিলিয়ে মোট কুড়ি লক্ষ পড়ুয়ার কাছে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।জানা যাচ্ছে এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্য সরকারের খরচ হবে প্রায় দু হাজার কোটি টাকা।
সব ঠিক থাকলে এই মাসেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হবে। আর তার আগেই এবার একের পর এক নতুন প্রকল্প ঘোষণা করে বাংলার মানুষের মন খুশি করতে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: পাল্টে গেল WhatsApp-র চ্যাট বক্স! নতুন ফিচার্সগুলি দেখলে মন খুশি হবে
এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প প্রসঙ্গে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন একাদশ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পড়াশোনা শুরু হয়ে যায়, তাই ক্লাস ইলেভেন থেকেই স্মার্ট ফোন দেওয়া হচ্ছে। আগে যা দেওয়া হতো দ্বাদশ শ্রেণী থেকে। আর এতে তাদের সুবিধা হবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।নতুন নিয়ম অনুযায়ী এবার দশম থেকে একাদশ শ্রেণীতে ওঠার পরেই যে কোন পড়ুয়ার হাতে চলে আসবে এই সরকারি ট্যাব।
এসবের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কপালে এবং নাকে গুরুতর চোট পেয়েছেন তিনি। এরপর দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে তাঁর কপালে মোট চারটি সেলাই পড়েছে। তার মধ্যে তিনটি কপালে এবং নাকে একটি। যদিও কাল রাতেই চিকিচকদের থেকে অনুমতি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।