নিউজ শর্ট ডেস্ক: এবার স্মার্ট ফোনের বাজার কাঁপাতে এসে গেল জিও (Jio)-র ৫জি স্মার্টফোন (5G Smartphone)। গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তার এই ৫জি স্মার্টফোন লঞ্চ করে সব্বাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে জিও।
জানা যাচ্ছে জিও’র সবচেয়ে সস্তার এই স্মার্টফোনের নাম Jio Bharat B2। যার দাম শুনলেই ‘হাঁ’ হয়ে যাবেন যে কেউ। জানা যাচ্ছে জিও’র সবচেয়ে সস্তার এই স্মার্টফোনের দাম হতে চলেছে মাত্র ৯৯৯ টাকা। আর এই মোবাইল এখন অর্ডার করা যাবে ঘরে বসেই। আসুন ব্র্যান্ড নিউ এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানা যাক।
Jio Bharat B2 এমন একটি ৫জি স্মার্টফোন যার ডিসপ্লে হবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই মোবাইলে থাকবে একটি অক্টা কোর প্রসেসর। এই মোবাইলের র্যাম হবে ৪ জিবি। এছাড়াও থাকবে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এতে মাইক্রো এইচডি কার্ড স্লটের অপশন-ও রয়েছে।
এই স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেলের একটি দুর্দান্ত ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট। এই মোবাইলে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যার মাধ্যমে এই মোবাইলে ভিডিও কলের দুর্দান্ত পরিষেবা উপভোগ করা যাবে। এছাড়াও এই মোবাইলে রয়েছে একটি ৫ হাজার mah এর একটি বড় ব্যাটারি।
আরও পড়ুন: মোবাইলে দুটো মাইক্রোফোন থাকে কেন জানেন? আসল কারণ শুনলে হাঁ হয়ে যাবেন
দাম কম হলেও এই মোবাইলের চার্জ কিন্তুন হবে ঝড়ের গতিতে। এই মোবাইলটি যাতে দ্রুত চার্জ হয় তার জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের চার্জার।এখানেই শেষ নয়, জিও’র এই স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। এই স্মার্টফোনটি মূলত ভারতীয় গ্রাহকদের জন্যই তৈরী করা হয়েছে।এই মোবাইলের পিছনের প্যানেলটি প্লাস্টিকের যার উপর ভলিউম বোতামসহ 5G-র চিহ্ন রয়েছে। এছাড়াও এই মোবাইলের স্পিকারটিও দুর্দান্ত।