Swasthya Sathi Card

Swasthya Sathi: চালু হল নতুন স্বাস্থ্যসাথী কার্ড! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে উপকৃত রাজ্যবাসী

নিউজ শর্ট ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরও এক সরকারি প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার বাংলার মানুষদের জন্য আরও এক নতুন স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) চালু করার সিদ্ধান্ত নিলেন নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এবার ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) জন্যই এই নতুন স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছেন তিনি।

যার ফলে এবার থেকে ভিন রাজ্যে কর্মরত এই রাজ্যের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনো দুর্ঘটনার কবলে পড়লে, এই স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েই  বিনামূল্যে সেখানকার স্বাস্থ্যকেন্দ্র বা নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবেন। জানা যাচ্ছে এই কার্ডে প্রত্যেক পরিবার পিছু বার্ষিক ৫ লক্ষ টাকার বিমা পাওয়া যাবে। তবে ‘ইনশিয়োরেন্স’-এর পরিবর্তে ‘অ্যাশিয়োরেন্স’ ভিত্তিতে এই কার্ডের পরিষেবা দেওয়া হবে।

চলতি সপ্তাহের মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ থেকেজনজাতি, সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের সাথে করা বৈঠকে এই কথা জানিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বর্তমানে রাজ্যে প্রায় ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,স্বাস্থ্য সাথী কার্ড,Swasthya Sathi Card,পরিযায়ী শ্রমিক,Migrant Workers,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এদিন শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘আমাদের অনেক শ্রমিক-মজদুর রয়েছেন, যাঁরা বাইরে কাজ করেন। আজ থেকে ওঁদের হাতে একটা আলাদা স্বাস্থ্যস্বাথী কার্ড দিচ্ছি। এঁরা বাইরে কাজ করেন। যখন শরীর খারাপ হয়, তখন ঘরে খবর পাঠান। যে ঘরের মানুষ তা ভাববে, দেখবে। কিন্তু তাঁদের চিকিৎসা করানোর টাকা থাকে না। আমাদের ২৮ লক্ষ বাইরে কাজ করে এমন শ্রমিক-মজদুরদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদা ভাবে দিচ্ছি।’

আরও পড়ুন: ১০০০ বা ৫০০০ নয়, মাধ্যমিক পাশ করলেই ১০ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার!

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,স্বাস্থ্য সাথী কার্ড,Swasthya Sathi Card,পরিযায়ী শ্রমিক,Migrant Workers,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত ইতিপূর্বে কর্মসূত্রে রাজ্যের বাইরে গিয়ে নানান ধরনের দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলার বহু পরিযায়ী শ্রমিকরা। এই পরিস্থিতিতে বরাবরই  রাজ্যের অস্বস্তি বাড়িয়েছে বাংলায় কর্মসংস্থানের অভাবের বিষয়টি। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি এবার ভোটার আগেই বাংলার কয়েক লাখ পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরবিবারের মন জয় করতে নতুন স্বাস্থ্যসাথী কার্ড এনে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Avatar

anita

X