Investment

Investment: এবার খুব সহজেই হতে পারেন লাখপতি, ৫০ হাজার দিলে মিলবে ১৯ লাখ রিটার্ন!

নিউজশর্ট ডেস্কঃ এখন শুধুমাত্র ব্যাংক কিংবা পোস্ট অফিস নয়। মিউচুয়াল ফান্ডেও(Mutual Fund) বহু মানুষ অর্থ বিনিয়োগ করে থাকেন। কারণ অনেকে মনে করেন এখানে ঝুঁকি বেশি থাকলেও মোটা টাকা রিটার্নের সুবিধা রয়েছে। তবে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ(Investment) করলেও বহু মানুষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি স্কিম সম্পর্কে জানেন না। এই স্কিমে সেভিংস অ্যাকাউন্টের পাঁচ গুণ এবং ফিক্সড ডিপোজিট বা যে কোন সরকারি স্কিমের তিনগুণ রিটার্ন পাওয়া যায়।

এই স্কিমের নাম হল ‘এসবিআই লাম্পসাম প্ল্যান’। তবে এই স্কিমে একবার পুরো টাকা বিনিয়োগ করতে হবে। সেই টাকার পরিমান ২৫ হাজার ৫০ হাজার কিংবা এক লাখ হতে পারে। যদি কোন ব্যক্তি এই স্কিমে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেছেন তাহলে তিনি কত টাকা লাভ করতে পারবেন? এক্ষেত্রে এসবিআই-এর এই স্কিম সম্পর্কে আগে বিস্তারিত তথ্য জেনে নেওয়া দরকার।

এসবিআইয়ের লাম্পসাম মিউচুয়াল স্কিমের পুরো নাম এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। বর্তমান সময়ে দেশের পরিকাঠামো নির্মাণের দিকে বিরাট জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করা লাভজনক হলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্ল্যানের মাধ্যমে লার্সেন অ্যান্ড টুবরো লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শ্রী সিমেন্ট লিমিটেড, আল্ট্রাটেক সিমেন্টের মতো কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হয়।

Investment

আরও পড়ুন: Post Office: চাকরি করতে লাগবে না! পোস্ট অফিসের এই স্কিমেই দু’হাতে আসবে টাকা, জানেন কিভাবে সম্ভব?

এই প্ল্যান দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। এখানে বিনিয়োগ করলে ন্যূনতম ৫ হাজার টাকা বিনিয়োগ করা যায়। এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। বিগত এক বছরেই এই প্ল্যান থেকে ৫৭.১৩ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। গত তিন বছরে ২৯.৯৩ শতাংশ এবং পাঁচ বছরে ২৪.৫ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে।

investment

যদি কোন ব্যক্তি ৫০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন। তাহলে ২০ শতাংশ গড়ে রিটার্ন ধরলে ৫ বছর পর তিনি রিটার্ন পাবেন ১,২৪,৫১৬ টাকা। ১০ বছর পর হলে রিটার্ন পাবেন ৩,০৯,৫৮৭ টাকা। ১৫ বছর পরে রিটার্ন পাবেন ৭,৭০,৩৫১ টাকা। আর ২০ বছরে রিটার্ন পাবেন ১৯,১৬,৮৮০ টাকা।

Papiya Paul

X