Jio AirFibre

Jio AirFibre: ৫০ দিন বিনামূল্যে মিলবে DTH ও OTT পরিষেবা, পুরো ফ্যামিলির জন্য দারুণ প্ল্যান Jioর

নিউজশর্ট ডেস্ক: ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পর এবার ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও সবথেকে ভালো এবং সেরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন মুকেশ আম্বানির জিও এয়ার ফাইবার(Jio AirFibre)। সারা দেশ জুড়ে দ্রুতগতিতে এই ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার দাবিও করেছে এই সংস্থা। আর এবার এই জিও এয়ার ফাইবার গ্রাহকদের আকর্ষিত করার জন্য ৫০ দিন বিনামূল্যে ব্যবহার করার সুযোগ নিয়ে এসেছে।

জিও 5G গ্রাহকদের জন্য এই অফার রয়েছে। শুধু তাই নয়, এই প্ল্যানে DTH এবং OTT প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এমনকি 5G প্রিপেইড এবং পোস্টপেইড দুই ভাগের গ্রাহকের এই অফার নিতে পারবেন। যারা নতুন জিও এয়ার ফাইবার কানেকশন নিচ্ছেন তাদেরকে ৫০ দিন বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে।

এটি একটি ওয়ারলেস ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে যা জিওর 5G প্রযুক্তি মাধ্যমে ইন্টারনেট দিচ্ছে। তবে এই অফার নেওয়ার সময় জিও এয়ার ফাইবার কানেকশন নিতে হলে 5G মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করতে হবে।

আরও পড়ুন: Jio: আম্বানির জিও’কে টেক্কা দিতে বাজারে এল এয়ারটেলের ৫’জি ফোন! তাও আবার এত কম দামে

এই জিও এয়ার ফাইবারের ৫৯৯ টাকার প্ল্যান:
এটি হলো সবথেকে কম দামি প্ল্যান। এখানে ৩০mbps স্পিডে ১০০০ জিবি পর্যন্ত ডাটা পাওয়া যাবে। এর সাথেই ৫০০ টি লাইভ টিভি চ্যানেল এবং ১৩ টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া আরো খুব ভালো অফার নিতে হলে রিচার্জ করতে পারেন জিও এয়ার ফাইবার ম্যাক্স। এখানে ৩০ mbps স্পিডে ১০০০ জিবি ডাটা পাওয়া যাবে। এর সাথেই ৫০০ টি লাইভ টিভি চ্যানেল এবং ১৫ টি ওটিটিপ্লাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া নেটফ্লিক্স-এর বেসিক মোবাইল সাবস্ক্রিপশন ও পাওয়া যাবে। এই প্ল্যানের দাম শুরু হচ্ছে ১৪৯৯ টাকা থেকে।

Jio AirFibre

আর 5G গ্রাহক হলে আপনি যদি রিলায়েন্স জিওর 5G গ্রাহক হন। তাহলে এই অফারের লাভ নিতে পারবেন। এখানে আপনার 5G মোবাইল নম্বর দিয়ে নতুন কানেকশন নিতে হবে। এই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানার জন্য জিও এয়ার ফাইবারের ওয়েবসাইটে গিয়েও জেনে নিতে পারেন কিংবা কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Papiya Paul

X