Lakshmir Bhander

Lakshmir Bhander: লক্ষীর ভান্ডার নিয়ে বড়োসড়ো সুখবর! কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhander)। আর এবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই লক্ষ্মীর ভান্ডারের মাসিক অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন।

এবার এই লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে রাজ্যের প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৪২ হাজার মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের অনুদান পাচ্ছেন। এবার আরও তিন লক্ষ মহিলার নাম এই প্রকল্পে যুক্ত করা হবে।

এই বাজেটের ঘোষণা অনুযায়ী এবার রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে, আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের ১০০০ টাকা থেকে ভাতা বেড়ে ১২০০ টাকা করা হয়েছে।

Lakshmir Bhander

আরও পড়ুন: Tata Group: সবাইকে ছাপিয়ে নম্বর ১ টাটা! ৯ বছর ধরে এই ক্ষেত্রে দখল রাখলো নিজেদের জায়গা

কবে থেকে এই ১০০০ টাকা পাবেন মহিলারা?
এপ্রিল মাস থেকে বাংলার মহিলারা এই সুবিধা পেতে শুরু করবেন। মে মাসে প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে মহিলাদের ব্যাংক একাউন্টে। এরপর আরো কিছুদিন অতিরিক্ত টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মে মাস থেকে নিজেদের ব্যাংক একাউন্টে এই টাকা পেতে শুরু করবেন মহিলারা।

Lakshmir Bhandar

২৫ থেকে ৬০ বছর বয়সী বাংলার মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে অর্থ পাবেন। ২০২১ সালে এই প্রকল্প চালু করা হয়েছে। আর এবার এই প্রকল্পের অনুদানের টাকা দ্বিগুণ করা হয়েছে। আর এবার বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স ৬০ বছর হলেই তাঁদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবেন। এর জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না।

Papiya Paul

X