নিউজ শর্ট ডেস্ক: রুপালি পর্দায় বাস্তব জীবনের মনোজ শর্মার (Manoj Sharma) আইপিএস (IPS) হওয়ার কাহিনী দেখে নড়েচড়ে বসেছিল গোটা দেশের সিনেমাপ্রেমীরা। মহারাষ্ট্র পুলিশের ডিআইজি মনোজ শর্মার জীবন অবলম্বনে সেলুলয়েডের পর্দায় মুক্তি পেয়েছিল বিক্রান্ত মাসে অভিনীত সিনেমা ‘টুয়েলভথ ফেল’ (12th Fail)।
সিনেমাটি লেখক অনুরাগ পাঠকের ‘টুয়েলভথ ফেল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছিল আইপিএস মনোজ শর্মার কঠিন বাস্তব জীবনের লড়াইয়ের কাহিনী।
একেবারে নিম্মবিত্ত পরিবার থেকে উঠে আসা উচ্চ মাধ্যমিক ফেল এক ছাত্রের আইপিএস হওয়ার কাহিনীই তুলে ধরা হয়েছিল এই সিনেমায়। সেই থেকেই এই মনোজ শর্মাই অনুপ্রেরণা হয়ে উঠেছেন আমাদের দেশের তরুণ প্রজন্মের অসংখ্য যুবক -যুবতীর চোখে।
এবার এই মনোজ শর্মার মুকুটেই জুড়লো সাফল্যের আরও এক নতুন পালক। আসলে সম্প্রতি পদোন্নতি (Promotion) হয়েছে তাঁর। এতদিন তিনি ছিলেন মহারাষ্ট্র পুলিশের ডিআইজি (DIG)। এবার তাঁকেই আইজি (IG) পদে সম্মানিত করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২০০৩,২০০৪ এবং ২০০৫ সালের ব্যাচের আই পি এস এর পদোন্নতি অনুমোদন করেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন: সবাইকে ছাপিয়ে নম্বর ১ টাটা! ৯ বছর ধরে এই ক্ষেত্রে দখল রাখলো নিজেদের জায়গা
ASP से शुरू हुई यात्रा आज के भारत सरकार के ऑर्डर से IG बनने तक जा पहुँची है। इस लंबी यात्रा में साथ देने के लिए मन से सभी का आभार🙏🙏 pic.twitter.com/LEITH1OVVp
— Manoj Sharma (@ManojSharmaIPS) March 15, 2024
আর এই খুশির খবর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন খোদ মনোজ শর্মা নিজেই। সেখানে এদিন নিজের কর্মরত অবস্থার একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন তাঁর এই দীর্ঘ কর্মজীবন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার থেকে শুরু করে আইজি পদে এসে পৌঁছেছে। আর তাঁর এই স্বপ্নের পূরণে তাঁর পাশে যারা ছিলেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন মনোজ।