PPF

PPF: অল্প বিনিয়োগে মোটা সুদ! কর লাগবে না এক টাকাও, PPF নিয়ে বড়োসড়ো ঘোষণা কেন্দ্রের

নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই মূল্যবৃদ্ধির বাজারে টাকা উপার্জনের পাশাপাশি তা সঞ্চয় করাও অত্যন্ত জরুরি। তাই অধিকাংশ মানুষই টাকা সঞ্চয়ের জন্য ব্যাংক (Bank) কিংবা পোস্ট অফিসের (Post Office) মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ওপরে ভরসা করে থাকেন। কারণ  এক্ষেত্রে দীর্ঘসময়ের জন্য টাকা যেমন নিরাপদ এবং সুরক্ষিত থাকে তেমনি নির্দিষ্ট মেয়াদ পূর্তির পর ভালো টাকার সুদ সমেত মোটা টাকা রিটার্নও পাওয়া যায়।

ইদানিং ব্যাংক এবং পোস্ট অফিসে অনেকেই বিভিন্ন ধরনের স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন। মোদি সরকারের চালু করা এমনই একটি দুর্দান্ত প্রকল্প হল পিপিএফ (PPF) অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)। ক্ষমতায় আসার পরেই এই প্রকল্প চালু করেছিল মোদি সরকার। ব্যাংক এবং পোস্ট অফিস উভয় জায়গাতেই এই পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

সরকারি এই প্রকল্পে ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত লগ্নি করা যায়। তবে বলে রাখি এক্ষেত্রে একটি অর্থবর্ষে মোট ১২টি কিস্তিতে টাকা জমা করার সুযোগ থাকে। তবে কেউ যদি এক অর্থ বর্ষে একবারও টাকা জমা না করেন তাহলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তবে এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল ৮০ সি  ধারা অনুসারে বিনিয়োগকারীদের জমা রাখার টাকার ওপর যে সুদ পাওয়া যায় তা পুরোপুরি করমুক্ত হয়ে থাকে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড,Public Provident Fund,পিপিএফ,PPF,কেন্দ্রীয় সরকারি স্কিম,Central Government Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাছাড়া এই প্রকল্পে সুদের পরিমাণও অনেকটা বেশি। জানা যাচ্ছে এই প্রকল্পে মোট ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলে কোনরকম ঝুঁকি থাকে না। আর মেয়াদ শেষে পাওয়া মোটা টাকার উপর সুদ পাওয়ার পাশাপাশি সেই সুদের ওপর কোন কর দিতে হয় না বিনিয়োগকারীদের। তাছাড়া এই প্রকল্পে বিনিয়োগ করার পর ঋণ পাওয়ারও সুযোগ রয়েছে।

আরও পড়ুন: লাগবে না কোনো গ্যারান্টি, ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার! শুধু লাগবে এই একটি কাগজ!

তাই হঠাৎ করে টাকার দরকার হলে বিনিয়োগ করার পাঁচ বছর পরেই ঋণ নেওয়া যেতে পারে। তাই বোঝাই যাচ্ছে এই প্রকল্পে বিনিয়োগ কারীদের জন্য সুযোগ-সুবিধা রয়েছে একাধিক। তাই কেউ যদি এই প্রকল্পে বিনিয়োগ করতে চান তাহলে  তার জন্য রয়েছে কেন্দ্র সরকারের দেওয়া একটি দারুণ সুখবর।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড,Public Provident Fund,পিপিএফ,PPF,কেন্দ্রীয় সরকারি স্কিম,Central Government Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এখানে বলে রাখি যারা এই অর্থ বর্ষে পিপিএফ অ্যাকাউন্ট খোলার চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু হাতে মাত্র আর কয়েকটা দিনই সময় রয়েছে। কারণ আগামী ৩১ শে মার্চ পর্যন্তই এই সুযোগ পাওয়া যাবে। তারপরেই শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষ। আর নতুন অর্থবর্ষে এত ভালো বিনিয়োগ প্রকল্পে কোনো পরিবর্তন এলে কিন্তু সেই সুযোগ আর পাওয়া যাবে না। 

Avatar

anita

X