নিউজশর্ট ডেস্ক: বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে পরিচিত ভারতীয় রেলওয়ে(Indian Railways)। প্রায় প্রত্যেক দিন কোটি কোটি মানুষ ভারতীয় রেলওয়ের মাধ্যমে যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলওয় নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যেই একটি আলাদা আগ্রহ এবং কৌতূহল রয়েছে। প্রত্যেকদিন বহু লোকাল, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন চলে।
প্রত্যেকটি ট্রেনেরই নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময় মেনেই ট্রেনগুলো চলাচল করে। ভারতবর্ষে এমন একটি এক্সপ্রেস ট্রেন রয়েছে যেটি দেশের সবথেকে বেশি দৈর্ঘ্যের যাত্রা গমন করে থাকে। এই ট্রেনটির নাম কি? এই ট্রেনটির নাম হল বিবেক এক্সপ্রেস(Vivek Express)। এটি ভারতের দীর্ঘতম যাত্রা অতিক্রম করে থাকে।
স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকীতে এই বিবেক এক্সপ্রেস চালু করা হয়েছিল। ট্রেনটি আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত ৪,৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থাকে। আর এই ট্রেন ভ্রমণের সময় বেশ কিছু রাজ্য ভ্রমণ করে অন্তিম স্টেশনে গিয়ে পৌঁছায়।
আরও পড়ুন: Indian Railways: ভারতের এই রাজ্যে চলে না কোনো ট্রেন! স্টেশনের নাম জানেন?
আপনারা জানলে অবাক হবেন যে এই ট্রেনটি সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে সময় নেয় ৮০ ঘন্টার বেশি এবং মোট দূরত্ব অতিক্রম করার সময় এই ট্রেনটি ৫৯টি স্টেশনে থামে। এই ট্রেনটি যাত্রা করার সময় দেশের ৯ টি রাজ্যের মধ্যে দিয়ে যায়। এই ট্রেনটি শুধুমাত্র ভারতীয় রেলপথে নয় সমগ্র উপমহাদেশের দীর্ঘতম রেলপথ অতিক্রম করে।
এই ট্রেনের ভাড়া কত? এই ট্রেনে আপনি যদি ডিব্রুগড় থেকে কন্যাকুমারীকা পর্যন্ত যাত্রা করেন তাহলে আপনাকে ১২০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ভাড়াদিতে হবে। এখানে থার্ড এসি ভাড়া প্রায় তিন হাজার টাকা। আর সেকেন্ড এসি ভাড়া প্রায় পাঁচ হাজার টাকা। স্লিপার কোচের ভাড়া প্রায় ১২০০ টাকা। এই ট্রেনটি সপ্তাহে মাত্র দুদিন চলে থাকে। এই ট্রেনটি ডিব্রুগড় থেকে ৭.২৫ মিনিটে ছেড়ে যায়, এবং প্রায় ৮০ ঘন্টা অতিক্রম করার পর কন্যাকুমারী স্টেশনে এসে পৌঁছায়।