Credit Card Rules

Credit Card Rules: বদলে গেল ক্রেডিট কার্ডের নিয়ম! ১ এপ্রিল থেকে আর এই বিশেষ সুবিধা পাবেন না গ্রাহকেরা

নিউজশর্ট ডেস্কঃ এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার(State Bank of India) তরফ থেকে তাদের ক্রেডিট কার্ডের(Credit Card) নিয়মে বড়সড় বদল এনেছে কর্তৃপক্ষ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাংক। স্বভাবতই এই ব্যাংকের গ্রাহক সংখ্যা অন্যান্য ব্যাংক গুলোর তুলনায় যথেষ্ট বেশি। তাই এই ব্যাংকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি রয়েছে।

আর এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আনার ফলে তা প্রচুর সংখ্যক গ্রাহকদের ওপর প্রভাব ফেলবে। এর পাশাপাশি এই নিয়মের ফলে গ্রাহকেরা একটি বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের নিয়মে যে বদল আনা হয়েছে সেই বদল কোন কোন কার্ডের ক্ষেত্রে আগামী ১ এপ্রিল ২০২৪ থেকে লাগু হয়ে যাবে। আবার কোন কোন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আগামী ১৫ এপ্রিল ২০২৪ থেকে লাগু হবে।

এই ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা আর কোন কোন ক্ষেত্রে পেমেন্টের ওপর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না।  এই সুবিধা তুলে নেওয়ার ফলে সমস্যা হবে গ্রাহকদের। নতুন নিয়ম অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে এসবিআই কার্ড এলিট, এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ, এসবিআই কার্ড পালস, সিম্পলি ক্লিক এসবিআই কার্ড, সিম্পলি ক্লিক অ্যাডভান্টেড, কার্ড প্রাইম, কার্ড প্রাইম অ্যাডভান্টেজ, এসবিআই কার্ড প্লাটিনাম, এসবিআই কার্ড প্রাইম প্রো, এসবিআই কার্ড প্ল্যাটিনাম অ্যাডভান্টেজ, ডক্টর এসবিআই, গোল্ড এসবিআই কার্ড, গোল্ড ক্লাসিক এসবিআই কার্ড, গোল্ড ডিফেন্স এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর এমপ্লয়ি এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর অ্যাডভান্টেজ এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর এসবিআই কার্ড, সিম্পলিসেভ এসবিআই ইত্যাদি কার্ড এর মাধ্যমে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।

আরও পড়ুন: Lakhpati Didi Yojana: লক্ষীর ভান্ডার অতীত, মহিলাদের জন্য বড়োসড়ো ঘোষণা কেন্দ্রের, কারা পাবেন এই সুবিধা?

আগামী ১৫ই এপ্রিল থেকে এয়ার ইন্ডিয়া এসবিআই প্লাটিনাম কার্ড, এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার কার্ড, এফবিবি স্টাইলআপ এসবিআই কার্ড, সেন্ট্রাল এসবিআই কার্ড, সেন্ট্রাল এসবিআই কার্ড সিলেক্ট, নেচার বাস্কেট এসবিআই কার্ড, আদিত্য বিড়লা এসবিআই কার্ড সিলেক্ট, বিপিসিএল এসবিআই কার্ড অক্টেন, আইআরসিটিসি এসবিআই কার্ড প্রিমিয়ার, ক্লাব ভিস্তারা এসবিআই কার্ড প্রাইম, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড সিলেক্ট, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড প্রাইম, নেচার বাস্কেট এসবিআই কার্ড এলিট, এবং ফ্যাবইন্ডিয়া এসবিআই কার্ড এগুলোতেও রিওয়ার্ড পয়েন্ট মিলবে না।

এখন শুধুমাত্র ডেবিট কার্ড নয়, ক্রেডিট কার্ডের জনপ্রিয়তাও অনেক বেড়ে গিয়েছে। বহু মানুষ এই ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক সুবিধা উপভোগ করতে পারছেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে হাতে টাকা না থাকলে অথবা অ্যাকাউন্টে টাকা না থাকলেও সহজে পেমেন্ট করা যায়। পরবর্তীকালে সেই অর্থ ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হয়। আবার পেমেন্ট না করলে সেক্ষেত্রে জরিমানা এবং অন্যান্য নিয়ম রয়েছে। অনেক সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার উপর এমন কি বিল পেমেন্ট-এর উপর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। সেই রিওয়ার্ড পয়েন্ট গুলো থেকে আবার কেনাকাটার সুযোগ থাকে কিংবা নগদ টাকা পাওয়া যায়। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুসারে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।

Papiya Paul

X