নিউজ শর্ট ডেস্ক: কষ্ট করে উপার্জন করা টাকা জমানোর জন্য সকলেই নিরাপদ জায়গায় তা বিনিয়োগ করে থাকেন। আর এক্ষেত্রে সকলে বিনা দ্বিধায় ভরসা করে থাকেন পোস্ট অফিসের (Post Office) মতো সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ওপর। প্রসঙ্গত প্রত্যেক বছরই এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায় নতুন অর্থবর্ষ এবছরও হাতে গোনা আর মাত্র কদিন পর মার্চ মাস শেষ হতেই শুরু হয়ে যাবে ২০২৪-২৫ নতুন অর্থবর্ষ।
তাই নতুন অর্থবর্ষ শুরুর আগেই পোস্ট অফিসের সমস্ত স্কিমের (Scheme) সুদের হার (Interest Rate) সম্পর্কে বিস্তারিত জানাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৪ সালের পয়লা এপ্রিল থেকেই ৩০ শে জুন পর্যন্ত প্রথম কোয়ার্টারে পোস্ট অফিসের সুদের হারে কোনো বদল আসতে চলেছে নাকি তা একই থাকতে চলেছে সে সম্পর্কে গ্রাহকদের সঠিক তথ্য জানানর জন্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এখানে বলে রাখি প্রত্যেক অর্থবর্ষ শুরু হলেই এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত হয় প্রথম কোয়ার্টার। এইভাবে মোট চারটি কোয়ার্টারে অর্থবর্ষ ভাগ করা হয়। দ্বিতীয় কোয়ার্টার হয় জুলাই থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত হয় তৃতীয় কোয়ার্টার। আর সবশেষে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হয় চতুর্থ কোয়াটার।
প্রসঙ্গত পোস্ট অফিসে বর্তমানে যে সমস্ত স্কিম চালু রয়েছে সেইসব স্কিমের উপর সুদের হার প্রসঙ্গে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম কোয়াটারে পোস্ট অফিসের স্কিম গুলির সুদের হারে কোনরকম পরিবর্তন হবে না। অর্থাৎ ২০২৩ অর্থ বর্ষের শেষে কোয়ার্টারে যে হারে সুদ দেওয়া হতো সেই সুদই দেওয়া হবে ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুর কোয়ার্টারে। অর্থাৎ এক কথায় পোস্ট অফিসের সুদের হারে কোনরকম পরিবর্তন হচ্ছে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক ২০২৩-২৪ সালের এই অপরিবর্তিত সুদের হারের তালিকা।
আরও পড়ুন: বাইরে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই ফেসবুক থেকে কামান হাজার হাজার টাকা, জানুন কিভাবে?
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪%
ফিক্সড ডিপোজিট
১ বছরের এফডি’তে সুদের হার ৬.৯০%
২ বছরের এফডি’তে সুদের হার ৭.০০%
৩ বছরের এফডি’তে সুদের হার ৭.১০%
৫ বছরের এফডি’তে সুদের হার ৭.৫০%
রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার ৬.৭০%
মান্থলি ইনকাম স্কিমে সুদের হার ৭.৪০%
সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২০%
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে পোস্ট অফিসে সুদের হার ৭.৫০%
এছাড়া সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮.২০%
পাশাপাশি কিষান বিকাশ পত্র স্কিম থেকে সুদের হার পাওয়া যাবে ৭.৫০%
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে সুদের হার ৭.১০%
এছাড়াও ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে সুদের হার ৭.৭০%