Zee Bangla

Zee Bangla: ‘ক্রিকেটার’ উমা আবার খলনায়িকা! প্রায় দেড় বছর পর ফিরছেন জি বাংলার নতুন সিরিয়ালে

নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’র (Uma) হাত ধরেই ছোট পর্দায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর (Shinjinee Chakraborty)। প্রথম সিরিয়ালেই প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। এই সিরিয়ালের কাহিনী অনুযায়ী নিতান্ত সাধারণ পরিবারের মেয়ে উমার ক্রিকেটার হওয়ার লড়াইয়ের কাহিনী দেখেছিলেন দর্শক।

কিন্তু টিআরপি’র অভাবে বছর ঘোরার আগেই টেলিভিশনের পর্দায় সম্প্রচার শেষ হয়ে গিয়েছিল এই ধারাবাহিকের। তাও দেখতে দেখতে প্রায় দু’বছর হতে চলল। ২০২২ সালের আগস্ট মাসেই জি বাংলার পর্দায় সফর শেষ হয়েছিল উমার। যদিও উমা শেষ হওয়ার পরেই শিঞ্জিনীকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পঞ্চমীতে।

তবে প্রথম সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার পর-পরই তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার পঞ্চমী সিরিয়ালে নেগেটিভ সেডের চরিত্রে। দ্বিতীয় ধারাবাহিকে শিঞ্জিনী অভিনয় করেছিলেন কালনাগিনীর চরিত্রে। তবে এবার দর্শকদের জন্য এক বিরাট সুখবর দিলেন অভিনেত্রী নিজেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,অষ্টমী,Ashtami,শিঞ্জিনী চক্রবর্তী,Shinjinee Chakraborty,উমা,Uma,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায়, এক নতুন সিরিয়ালে কাম ব্যাক করতে চলেছেন তিনি। তবে এই ধারাবাহিকেও  তাঁকে দেখা যাবে পার্শ্ব চরিত্রে।  কি ভাবছেন কোন সিরিয়াল? দর্শকরা জানেন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমীর (Ashtami) প্রোমো।

আরও পড়ুন: রান্নাঘরের পর আবার নতুন শো নিয়ে কামব্যাক সুদীপার! খুশি ভক্তরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,অষ্টমী,Ashtami,শিঞ্জিনী চক্রবর্তী,Shinjinee Chakraborty,উমা,Uma,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

লীনা গাঙ্গুলির প্রযোজনায় এই ধারাবাহিকেই  সম্ভবত খলনায়িকার ভূমিকায় থাকবেন শিঞ্জিনী। সোশ্যাল মিডিয়ায় নিজের আসন্ন ধারাবাহিকের লুকেই একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন ‘আসছি নতুন রূপে, নতুন ভাবে। খুব তাড়াতাড়ি। চোখ রাখুন জি বাংলার পর্দায়।’

Avatar

anita

X