নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় নায়িকা ‘জগদ্ধাত্রী’র (Jagadhatri) মুকুটে এবার নতুন পালক। জি বাংলার সুপারহিট এই ধারাবাহিকের আধারে তৈরি হতে চলেছে মোবাইল গেমিং অ্যাপ (Mobile Gaming App)। যা বাংলা সিরিয়ালের ইতিহাসে এই প্রথম। তবে জগদ্ধাত্রী সিরিয়ালের অনুকরণের নয় বরং বলা ভালো এই গেমটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে পর্দার জ্যাস ওরফে জগদ্ধাত্রীর আদলে।
শুনতে অবাক লাগলেও এবার এই অসাধ্য সাধনই করা হয়েছে। যা শুনে দর্শকরা তো বটেই অবাক হয়েছিলেন খোদ পর্দার জগদ্ধাত্রী ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।তাঁর আদলে এই গেমিং অ্যাপ তৈরি হয়েছে শুনে প্রথমে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না অভিনেত্রী নিজেও। সম্প্রতি জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হয়েছে সোনার সংসার অ্যাওয়ার্ড। সেই মঞ্চ থেকেই তাঁকে এমন সারপ্রাইজ দিয়েছেন অভিনেতা তথা সঞ্চালক আবির চট্টোপাধ্যায়।
সেখানে অঙ্কিতাকে মঞ্চে ডেকে আবির বেশ মজার ছলেই প্রথমে বলেছিলেন,’যদি বলি, তোমার মতোই ট্রেনিং দিয়ে আরেকটা জগদ্ধাত্রী আমরা তৈরি করেছি। তাহলে কি তুমি বিশ্বাস করবে?’ অঙ্কিতার মুখভঙ্গি দেখে মনে হল তাঁর ঠিক বিশ্বাস হয়নি। তবে জবাবে অঙ্কিতা বলেন, ‘দেখি’।
এরপরই আবির বলেন, ’আমরা যে জগদ্ধাত্রীর কথা বলছি, সেও ওর মতো একইরকম ফাটাফাটি অ্যাকশন করে। অপরাধীদের পিছনে ছোটে। যাকে বলে, এক্কেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দেয়। এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না তাই তো?’ তারপর অঙ্কিতা বলেন, ‘না, না, না’। শেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আবির বলেন, ‘তাহলে চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন হোক…দেখাই তোমাকে।’
আরও পড়ুন: নতুন সিরিয়ালে মেয়ে বেলার ‘ডোডো’ অর্পণ! বিপরীতে এই মাযকাটারি টলি সুন্দরী
View this post on Instagram
আর তারপরেই সামনে আনা হয় মোবাইল গেমিং অ্যাপের ‘জগদ্ধাত্রী’। সেখানে দেখা যায়, একেবারে অবিকল ‘জগদ্ধাত্রী’র আদলে একের পর এক বাধা পেরিয়ে গুন্ডা ধরছে জ্যাস। এই গেমের-ও একাধিক লেভেল রয়েছে। শেষে অবশ্য দর্শকদের চমকে আবির জানান ‘জগদ্ধাত্রী গেমিং অ্যাপ। গেমিংয়ের দুনিয়ায় ঝড় তুলতে চলে এসেছে জগদ্ধাত্রী ওরফে জ্যাস। আপনারাও পারবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে। আর সবথেকে মজার বিষয় হল, যে এই গেম খেলে সবথেকে বেশি পয়েন্ট কালেক্ট করবে, সে পেয়ে যাবে ‘জগদ্ধাত্রী’র সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ।’