Business Idea

Business Idea: ফুলে ফেঁপে উঠবে লক্ষ্মী ভাণ্ডার! কম পুঁজির এই ব্যবসা করেই বিরাট লাভ করছেন মহিলারা

নিউজ শর্ট ডেস্ক: এই রঙের উৎসবকে (Festival Of Colors) সামনে রেখে এবার সকলের জন্য নিয়ে এসেছি এক দারুন ব্যবসায়িক বুদ্ধি (Business Idea)। যা কাজে লাগিয়ে বাড়ির মহিলারাই এই হোলির সিজনে খুব সহজেই ভালো টাকা উপার্জন করতে পারবেন। আসলে এখনকার দিনে জেলায় জেলায় বসন্ত উৎসবে রঙ খেলার  থেকে আবির খেলারই প্রচলন বেশি।

পছন্দ করে কারণ যার একমাত্র কারণ হলো কেমিক্যাল কারণ এখনকার দিনে বেশিরভাগ রঙেই মেশানো থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল যার ফলে বিভিন্ন ধরনের অনেক দেখা যায় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যার ফলে চুল এবং ত্বক উভয়েরই ব্যাপক ক্ষতি হয়ে থাকে তাই দিনে দিনে সকলের মধ্যে বাড়ছেন ভেষজ আবিরের (Herbal Abir) চাহিদা।

বাড়ি বসে বিভিন্ন রঙ বেরঙের ফুল থেকে তৈরি করা যেতে পারে।সম্প্রতি এই ভেষজ আবির তৈরির উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমানের এক এনজিও। স্বাস্থ্যের কথা ভেবেই ফুল এবং বিভিন্ন সবজি থেকে তৈরী করা হচ্ছে এই ভেষজ আবির।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea.হোলি,Holi,আবির,Abir,ভেষজ আবির,Herbal Abir,ভালো উপার্জন,Huge Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার মিলিত প্রয়াস নামের এই এনজিওর তরফে জানানো হয়েছে দোলের সময় বাজার থেকে যে আবির পাওয়া যায়, তার মধ্যে ক্ষতিকারক পদার্থ থাকে। যা আমাদের ত্বকের জন্য, শরীরের জন্য খারাপ। তাই আমরা কিছু জৈব পদার্থ দিয়ে ভেষজ আবির প্রস্তুত করছি।’

আরও পড়ুন: হয়রানির দিন শেষ! হাওড়া রেলের সাথেই জুড়ে যাচ্ছে মেট্রো স্টেশন, চওড়া হাসি যাত্রীদের

জানা গিয়েছে তারা পালং শাক থেকে তৈরি করছেন সবুজ আবির, একইভাবে গাজর থেকে কমলা, গাঁদা ফুলের পাপড়ি আর হলুদ মিশিয়ে তৈরী হচ্ছে হলুদ আবীর, জবা ফুলকিংবা বিট থেকে গোলাপি আবির, এছাড়া অপরাজিতা ফুল দিয়ে তৈরি হচ্ছে নীল আবির।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea.হোলি,Holi,আবির,Abir,ভেষজ আবির,Herbal Abir,ভালো উপার্জন,Huge Income,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাছাড়াএখনকার বাজারে রাসায়নিক মুক্ত এই ভেষজ আবিরের চাহিদাও ব্যাপক। তাই এই ভেষজ আবীর তৈরি করেই অনেকে মহিলাও নিজেদের স্বনির্ভর করে তুলছেন।

Avatar

anita

X