নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে বেশিরভাগ গ্রাহকদেরই প্রয়োজন হয় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট (Internet) পরিষেবার। আর তার জন্যই ইদানিং ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের ফাইবার প্ল্যানের। ইন্টারনেট প্রদানকারী বাজারে এমন অনেক সংস্থাই রয়েছে যারা গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা উৎপন্ন ডেটা প্ল্যান (Data Plan) অফার করে থাকে।
গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি ফাইবার প্ল্যান (Fiber Plan) অফার করছে টাটা প্লে ফাইবার(Tata Play Fiber)। টাটার এই সস্তার ফাইবার প্ল্যানে একই সাথে বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপেল টিভি +, ডিজনি প্লাস+হটস্টার,এমএক্স প্লেয়ার, এবংজি ফাইভ সহ এক গুচ্ছ ওটিটি অ্যাপের (OTT App) সাস্ক্রিপশন।
টাটার এই ৫০ এমবিপিএস ইন্টারনেট স্পিডের রিচার্জ প্ল্যানে রিচার্জ করলে বিনামূল্যেই এই সমস্ত অ্যাপস সাবস্ক্রাইব করা যাবে। তবে বলে এই কোম্পানির ওয়েবসাইটে কোনো মান্থলি রিচার্জ প্ল্যান নেই। তাই সব গ্রাহকদেরই কম করে তিন মাসের জন্য রিচার্জ করতে হবে। আর ওটিটি প্লাটফর্মে বিনামূল্যে সাস্ক্রিপশন পাওয়ার জন্য টাটা প্লে’র ওটিটির প্ল্যান সিলেক্ট করতে হবে।
এই প্ল্যানের বিশেষত্ব হল এই যে এই ফাইবার প্ল্যান রিচার্জ করার জন্য গ্রাহকদের কোন ইনস্টলেশন খরচ দিতে হয় না। তবে ফ্রি ইনস্টলেশন পাওয়ার জন্য এই ওটিটি অফারের প্ল্যানটিই তিন মাসের জন্য সাবস্ক্রাইব করতে হয়।
আরও পড়ুন: মিলবে হাইফাই পরিষেবা, বুলেট ট্রেনের ভাড়া কত হচ্ছে? শুনলে বনবন করে ঘুরবে মাথা
এছাড়াও কোম্পানির তরফ থেকে ব্যবহারকারীদের ফ্রিতেই ONT আর ওয়াইফাই রাউটারও দেওয়া হয়। তবে কেউ চাইলে ওটিটি এবং ল্যান্ডলাইন ছাড়াও একটি প্ল্যান রিচার্জ করতে পারেন। আর ওই প্ল্যান গুলির দাম ওটিটি প্ল্যানের থেকে অনেক কম হয়।