Financial Rules

Financial Rules: ১ এপ্রিল থেকে বদলাচ্ছে এই ৫টি নিয়ম! ফ্যাসাদে পড়ার আগে যা জানা জরুরি

নিউজশর্ট ডেস্কঃ আগামী ১ এপ্রিল ২০২৪ থেকে বেশ কিছু আর্থিক সংক্রান্ত নিয়ম কানুন পরিবর্তন হতে চলেছে। যার মধ্যে রয়েছে PF, NPS, SBI ক্রেডিট কার্ডের নিয়মাবলীসহ আরো অনেক কিছু। এই সমস্ত নিয়মের পরিবর্তনের(Financial Rules) ফলে আপনার ওপর যাতে কোন প্রভাব না পড়ে তাই আগে থেকে বিস্তারিত তথ্য জেনে রাখুন।

১) জাতীয় পেনশন ব্যবস্থা বা NPS-এর নিয়ম পরিবর্তন:
NPS-এর নিয়মে বিরাট পরিবর্তন এসেছে। এবার জাতীয় পেনশন ব্যবস্থার সিস্টেমকে আগের থেকে আরও বেশি সুরক্ষিত করার জন্য দ্বি ফ্যাক্টর প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী NPS গ্রাহকদের আইডি লগইন প্রক্রিয়ার সঙ্গে আধারের মাধ্যমেও লগইন করতে হবে।। আর ১ এপ্রিল ২০২৪ থেকে এই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে।

২) EPFO-র নিয়ম পরিবর্তন: ১ এপ্রিল ২০২৪ থেকে EPFO-র নিয়মে বিরাট পরিবর্তন হতে চলেছে। এতদিন পর্যন্ত UNA থাকা সত্ত্বেও চাকরি পরিবর্তন করলেই পিএফ-এর টাকা ট্রান্সফার করার জন্য অনুরোধ করতে হতো। তবে ১ এপ্রিল ২০২৪-এর পর থেকে কোন ব্যক্তি যদি চাকরি পরিবর্তন করে থাকে তাহলে তার পুরনো পিএফ স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ পিএফ ট্রান্সফার করার জন্য আর অনুরোধ করতে হবে না।

PPF

আরও পড়ুন: RBI: শুধু FD নয়, RBI-র এই স্পেশ্যাল স্কিমে রাখুন টাকা, রিটার্ন দেখলে চক্ষু চড়কগাছ হবে আপনার

৩) FASTag-র নিয়ম পরিবর্তন: আগামী ১ এপ্রিল থেকে এই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে গাড়ির FASTag কেওয়াইসি ব্যাংক থেকে করতে হবে। ৩১ এপ্রিল থেকে KYC সম্পন্ন না করা FASTag গুলোকে নিষ্ক্রিয় করে দেবে ব্যাংক। আর এর ফলে FASTag থেকেও টোল দ্বিগুন টোল ট্যাক্স দিতে হবে। আর আপনার যদি FASTag-এ ব্যালেন্স থাকে তবুও হবে না পেমেন্ট।

৪) আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক:  আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক অত্যন্ত জরুরী। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ শে মার্চ ২০২৪। আপনি যদি এই সময়ের মধ্যে এই কাজটি না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাব। এবং আপনি আর নতুন কোন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কোন রকমের আর্থিক লেনদেন করতে পারবেন না। পরবর্তীকালে যদি আবার প্যানকার্ড সক্রিয় করতে চান তাহলে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।

Aadhaar Card

৫) SBI ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন:  ১ এপ্রিল ২০২৪ থেকে SBI-এর কিছু ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে কোন রকমের রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। আবার কিছু কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই নিয়ম ১৫ই এপ্রিল থেকে কার্যকর হবে।

৬) ট্যাক্স ব্যবস্থার নিয়ম পরিবর্তন: ১ এপ্রিল ২০২৪ থেকে ট্যাক্স ব্যবস্থার নিয়মেও পরিবর্তন হয়ে যাবে। ভারতে কর প্রদান যদি আপনি করে থাকেন এবং সেগুলি ফাইল করার জন্য নির্দিষ্ট ভাবে একটি পদ্ধতি বেছে না নেন। তাহলে সরকার স্বয়ংক্রিয়ভাবেই আপনার জন্য নতুন কর ব্যবস্থা প্রয়োগ করে দেবে।

Papiya Paul

X