নিউজশর্ট ডেস্কঃ এখন ব্যবসা করে মোটা টাকা উপার্জন করার চেষ্টা করছেন বহু মানুষ। আপনার যদি কোন ব্যবসার মাধ্যমে মোটা টাকা রোজগার করতে চান তাহলে আপনার জন্য আজকে এই প্রতিবেদনে রয়েছে একটি বিজনেস আইডিয়া(Business Idea)। এই ব্যবসার মাধ্যমে আপনি ভালো টাকা রোজগার করতে পারবেন।
বর্তমান সময়ে আর্টিফিশিয়াল গয়নার ডিমান্ড ক্রমাগত বেড়ে চলেছে। আপনি গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখেই ব্যবসা শুরু করতে পারেন। যেভাবে দিন দিন সোনা এবং রুপার গয়নার দাম বাড়ছে। তাই বহু মানুষ সোনা এবং রুপার গয়না কিনতে পারছেন না। তখন তারা আর্টিফিশিয়াল গয়নাই ব্যবহার করছেন।
এই সমস্ত গয়নার দাম সোনা এবং রূপার থেকে অনেক কম হলেও দেখতে অনেক বেশি চকচকে ও আকর্ষণীয়। তাই অনেকেই এই সমস্ত গহনা পরতে বেশি পছন্দ করেন। আপনি এই ব্যবসা শুরু করতে চাইলে হোলসেলারের কাছ থেকে বা বাড়িতেই সমস্ত গয়না তৈরি করেও ব্যবসা করতে পারেন।
আরও পড়ুন: RBI: রং লেগে গেছে টাকায়! কেউ নিচ্ছে না এই টাকা! জানুন RBI কি নির্দেশ দিয়েছে?
এক্ষেত্রে আপনি শুরুতে ৩০ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারেন। আর আপনি যদি কোন হোলসেলারের কাছ থেকে আর্টিফিশিয়াল গয়না কিনে থাকেন তাহলে পাইকারি মূল্যে কিনতে পারেন। অনেকেই আবার এই গয়না বাড়িতে তৈরি করে বিক্রি করেন। সেক্ষেত্রেও মোটা টাকা রোজগার করা যায়।
আপনি অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই সমস্ত গয়না বিক্রি করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় যদি সঠিকভাবে বিজ্ঞাপন দিতে পারেন তাহলে আপনার ব্যবসার চাহিদা আরো বাড়বে। এই ব্যবসার মাধ্যমে প্রতি মাসে কম করে হলেও ২০ থেকে ২৫ হাজার টাকা খুব সহজেই রোজগার করা যায়।