নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে তরুণ প্রজন্মের কাছে চাহিদা বাড়ছে ইনস্টাগ্রামের (Instagram)। সেই তুলনায় অধিকাংশ মানুষই আগ্রহ হারাচ্ছেন ফেসবুকের (Facebook) ওপর। অফিসের কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে অথবা স্কুল-কলেজের ছেলেমেয়েরাও এখনকার দিনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলছে ওই বোবা মুঠোফোনটার ভার্চুয়াল দুনিয়ার দিকে তাকিয়ে।
ইনস্টাগ্রামে এই রিলের (Reel) নেশায় এখন বুঁদ হয়ে রয়েছেন আট থেকে আশি বিভিন্ন প্রজন্মের মানুষজন। পাশাপাশি বাড়ছে রিল তৈরি করার নেশাও! তাই কখনও বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আবার কখনও নামি-দামি রেস্তোরাঁয় কিংবা আবার বাড়ি বসেই বানাচ্ছেন মজার রিল। কেউ নিজের শখেই রিল বানাচ্ছেন কেউ আবার ফলোয়ার্স বাড়ানোর আশায় নিয়মিত রিল বানিয়ে পোস্ট করছেন।
কেউ কেউ আবার একাধিক রিল বানিয়েও হতাশ। কারণ তাদের রিল নাকি কিছুতেই ১০০ জনের থেকে বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে। আসুন জানা যাক কী করলে ইনস্টাগ্রামে অনুরাগীর (Increase Followers) সংখ্যা বাড়বে।
১) ইনস্টাগ্রামে রিচ বাড়াতে গেলে নিজের পছন্দ মতো গানে নয়, ট্রেন্ডিং গানই বেশি ব্যবহার করতে হবে। তাই ইনস্টাগ্রামে রিল সবসময় সেইসব গানেই তৈরি করতে হবে, যা সেই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে। তবে শুধু গানই নয়, কনটেন্টও ভালো হতে হবে।
আরও পড়ুন: জলের দামে পেয়ে যান ৫ জি ফোন! Poco-র এই ঝাক্কাস ফোন দেখলেই কিনবেন আপনিও
২) শুধু বাংলা গানে নয়, ইনস্টাগ্রামে বানানো রিলসের উপর ভালো রিচ পেতে গেলে হিন্দি, কিংবা ইংরেজি গানের ওপরেও রিল তৈরি করতে হবে। এরফলে সেই সমস্ত রিল অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। এরফলে হু হু করে বাড়তে থাকবে ফলোয়ার্স। এছাড়া কোনো ট্রেন্ডিং সুরের উপরেও তথ্যমূলকও কিংবা বিনোদনমূলক রিলস-ও বানানো যেতে পারে।
৩) কোনও তথ্যমূলক ভিডিও শ্যুট করলে সেই ভিডিওতে অবশ্যই ক্যাপশন ব্যবহার করতে হবে। কারণ এই ধরণের ভিডিওতে পয়েন্ট করে ক্যাপশন লেখা থাকলে তা দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে।
৪) যে ভিডিও গুলিতে ইনস্টাগ্রামের সব ফিচার ব্যবহার করা হয়, সেই ভিডিও গুলিকেই ইনস্টাগ্রাম বেশি বুস্ট করে। তাছাড়া ইনস্টাগ্রামের পাশাপাশি একই রীল ফেসবুকে শেয়ার করলেও ভালো রিচ পাওয়া যায়।
৫) শুধু ভালো মানের ভিডিও বানালেই তা ভাইরাল হয় না, ভাল ভিডিয়ো বানানোর সাথে সাথেই বেশি সংখ্যায় ভিডিও দেওয়ার উপরেও জোর দিতে হবে। অন্ততপক্ষে রোজ একটি করে রিল দিতেই হবে।আসলে যে যত বেশি ভিডিও দেবেন, তার ইনস্টাগ্রাম প্রোফাইলের রিচ তত বাড়বে।