নিউজশর্ট ডেস্কঃ বিশেষজ্ঞরা বলে থাকেন যত তাড়াতাড়ি বিনিয়োগ(Investment) শুরু করা যায় ততই ভালো। কিন্তু আগেও কি এ ধারণা ঠিক! বিনিয়োগ এমন জায়গায় করা উচিত যেখান থেকে মোটা টাকা রিটার্ন আসবে। সঠিক কৌশল জেনে তবেই বিনিয়োগ করা উচিত। এক্ষেত্রে মোটা টাকা রিটার্নের আশায় বহু মানুষ এসআইপিতে অর্থ বিনিয়োগ করেন।
এখানে মোটা টাকা বিনিয়োগের প্রয়োজন নেই। খুব অল্প টাকা বিনিয়োগ করেও মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব হয়। মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে ৩০০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে ৩০ বছরের জন্য যদি বিনিয়োগ করা যায়। ৩০ বছর পর প্রায় ৪.১৭ কোটি টাকা পেতে পারেন। এক্ষেত্রে ভালো টাকা রিটার্ন পেতে হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা সবথেকে ভালো উপায়।
রোজ যদি ১০০ টাকা করে সঞ্চয় করা যায়। তাহলে প্রত্যেক মাসে ৩০০০ টাকা বিনিয়োগ হয়ে যাবে। এই অর্থ এসআইপিতে দীর্ঘদিনের মেয়াদে রাখলে এত টাকা হাতে আসবে যা আপনি ভাবতেও পারবেন না। কোন ব্যক্তি যদি একটি মিউচুয়াল ফান্ড ৩০ বছর বয়সে ৩ হাজার টাকা বিনিয়োগ করেন এবং ৩০ বছর ধরে নিয়মিত বিনিয়োগ করে যান তাহলে তার একটি মোটা তহবিল জমা হবে।
যেহেতু এসআইপিতে চক্রবৃদ্ধির হারে সুদ পাওয়া যায়। তাই আনুমানিক ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবেই কোটিপতি হওয়ার রাস্তা খুলে যায়। ৩০ বছর ধরে ১৫ শতাংশ সুদের হারে মোটা টাকা রিটার্ন আসবে। তবে কোটি টাকা রিটার্ন পেতে হলে বিনিয়োগকারীকে প্রত্যেক বছর ১০ শতাংশ স্টেপ আপ রেট বজায় রাখতে হবে।
অর্থাৎ কেউ যদি ৩০ বছর বয়সে দৈনিক ১০০ টাকা সঞ্চয় করে এসআইপিতে বিনিয়োগ করেন তাহলে প্রত্যেক বছর ১০% স্টেপ আপ করতে হবে। অর্থাৎ ৩০০০ টাকা দিয়ে শুরু করলে পরের বছর সেটি বাড়িয়ে ৩৩০০ টাকা করতে হবে। ৩০ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ৫৯,২১,৭৮৫ টাকা। সুদ মিলতে পারে ৩ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ২৫ টাকা। মোট রিটার্ন আসবে ৪ কোটি ৫০ লাখ টাকা।