Jio Vs Airtel

Jio Vs Airtel: এবার Airtel-র টক্করে কুপোকাত Jio, কম দামে রিচার্জ করে পাবেন বেশি ডেটা, ভ্যালিডিটিও বেশি

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ আছে যারা মোবাইলে রিচার্জের ক্ষেত্রে এক বছরের প্ল্যান রিচার্জ(Recharge Plan) করে থাকেন। আবার বহু মানুষ রয়েছেন যারা প্রত্যেক মাসে রিচার্জ করেন। তবে প্রত্যেক মাসে রিচার্জ করার কথা অনেকেরই মনে থাকে না। এক্ষেত্রে যদি দুই মাসের কোন রিচার্জ প্ল্যান থাকে তাহলে সেক্ষেত্রে গ্রাহকদের কিছুটা হলেও সুরাহা হয়।

আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে জিও এবং এয়ারটেলের এমনই দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো। যেখানে ৫০০ টাকার কাছাকাছি প্ল্যানে ৬০ দিনের বৈধতা পাওয়া যায়। এই প্ল্যানে কি কি অফার রয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক।

Airtel-এর ৫১৯ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানটিতে আপনি ৬০ দিনের ভ্যালিডিটি পাবেন। এখানে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ টি এসএমএস, রোজ ১.৫ জিবি ডেটা পাবেন। এছাড়া Apollo 24/7 Circle, 100 টাকার Fastag ক্যাশব্যাক, ফ্রি Hellotunes এবং Wynk Music-এর অ্যাক্সেস পাবেন।

Airtel

আরও পড়ুন: IRCTC Rules: রেলের কনফার্ম টিকিট বাতিল করলে আদৌ কি টাকা ফেরত মেলে? কত টাকা ফেরত পাবেন জানেন?

Jio-র ৫২৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে ৫৬ দিন। এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা, ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। এছাড়া বিনামূল্যে JioSaavn Pro সাবস্ক্রিপশন, আনলিমিটেড 5জি (5G) ডেটা এবং অন্যান্য জিও অ্যাপগুলিতে অ্যাক্সেস পাবেন।

Papiya Paul

X