নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে শুধুমাত্র ফিক্সড ডিপোজিট নয়, চলে এসেছে গ্রিন ফিক্সড ডিপোজিট(Green Fixed Deposit)। যে সমস্ত বিনিয়োগকারীরা পরিবেশের জন্য কিছু করতে চান, তাদের জন্য গ্রিন ফিক্সড ডিপোজিট উপযুক্ত। আগে এই গ্রিন ফিক্সড ডিপোজিটে কম সুদ পাওয়া যেত কিন্তু এখন বেশ কিছু ব্যাঙ্ক ভালো পরিমাণে সুদ দিচ্ছে। এমনকি কিছু কিছু ব্যাঙ্ক সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই গ্রিন এফডিতে।
কোন ব্যাঙ্ক কত শতাংশ সুদ দিচ্ছে গ্রীন এফডিতে সে বিষয়ে আজকে প্রতিবেদনে আলোচনা করা হলো। গত ১১ ই এপ্রিল ২০২৩ থেকে থেকে গ্রিন এফডি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই বিজ্ঞপ্তি অনুসারে গ্রীন ফিক্সড ডিপোজিট হল একটি সুদ বহনকারী ডিপোজিট। যেটি একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রিত সংস্থাগুলো দ্বারা পরিচালিত হয়।
এই এফডির আমানত সবুজ অর্থায়নের জন্য বরাদ্দ করা হয়। এতে সবুজ ভবন, জীব বৈচিত্র, সংরক্ষণ, দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়। বর্তমানে পাঁচটি জনপ্রিয় ব্যাংক রয়েছে যারা এই গ্রিন ফিক্সড ডিপোজিটে উচ্চমানের সুদ অফার করছে।
আরও পড়ুন: EMI: SIP দিয়ে উঠে আসবে EMI-র টাকা! হোম লোন নিয়েও চিন্তার দিন শেষ, জানুন কিভাবে?
AU Small Finance Bank: সর্বোচ্চ ৮% পর্যন্ত এই ব্যাঙ্ক সবুজ আমানতের উপর সুদ অফার করছে। এখানে আপনি এক বছর থেকে ১২০ মাস মেয়াদের সবুজ আমানতে ৬.৭৫ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।
ব্যাঙ্ক অফ বরোদা: ১ বছর থেকে শুরু করে ২,২০১ দিন মেয়াদের সবুজ আমানতে ৬.৪০ শতাংশ থেকে ৭.১৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে সবুজ আমানতের উপর ৬.৮ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই ব্যাঙ্কের ১,১১১ দিন থেকে ২,২২২ দিন মেয়াদের গ্রিন ফিক্সড ডিপোজিট ৬.৪০ শতাংশ থেকে ৬.৬৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ৬৬ মাস মেয়াদের সবুজ আমানতের উপর ৬.৫ শতাংশ সুদ পাওয়া যায়।